॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির দিঘীনালা, মাটিরাঙ্গা, রামগড় ও মানিকছড়ি উপজেলার ১৮টি ইটভাটায় অভিযান চালিয়ে গত দুদিনে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলার মানিকছড়ি উপজেলার তুলাবিল এলাকার সেলিম এন্ড ব্রাদার্স পক্ষে মোঃ সিরাজুল ইসলাম’কে ৭০ হাজার টাকা ও পান্নাবিল’র থ্রি স্টার’র পক্ষে মোঃ রুহুল আমিন’কে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভা.) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
এ দিকে রামগড়ের দাতারাম পাড়া এলাকার পাঁচ ইটভাটাকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যার মধ্যে মেঘনা-১, মেঘনা-২, আপন, জনতা ও এসএস নামে পাঁচটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।
অন্যদিকে গত শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে দিঘীনালা উপজেলার চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন দিঘীনালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। এ সময় এডিবি ব্রিক ফিল্ডের লুতফুর রহমানকে ৮০ হাজার টাকা, কেবিএম-১’র পক্ষে রাকিব উদ্দিনকে ৭০ হাজার টাকা, সেলিম এন্ড ব্রাদার্স’র ওয়াহিদুজ্জামানকে ৮০ হাজার টাকা ও কেবিএম-২’র রাকিব উদ্দিন’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুপুরে মাটিরাঙ্গা পৌর এলাকার নতুন পাড়া, হাতিয়া পাড়া এবং ইসলামপুর এলাকায় এবিএম ইটভাটার মালিককে ১ লক্ষ টাকা, এসআরটি ইটভাটাকে ১ লক্ষ টাকা এবং আরআরআর ইটভাটাকে ৭০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।
অন্য দিকে বিকেলে রামগড় উপজেলার ফেনীরকুল এলাকার ব্রিকফিল্ডের মালিক হাফেজ আহাম্মদ’কে ৮০ হাজার, নুর ইসলাম’কে ৭০ হাজার, মোস্তফা ভূঁইয়া’কে ৬০ হাজার ও সদুকার্বারীপাড়ার আবদুল মান্নান’কে ৭০ হাজার টাকা জরিমানা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।
ভ্রাম্যমান আদালত পরিচালনা সূত্রে জানা যায়, এসব ইটভাটায় লাইসেন্স নবায়ন না করা, ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগের (টপসয়েল) মাটি ব্যবহার ও জ্বালানী হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারা লঙ্ঘন করায় প্রতিটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৪, ১৫ এবং ১৬ ধারা মতে এসব ভাটা মালিককে উক্ত জরিমানা করা হয়েছে।