[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী উদ্ধার

৬২

॥ মোঃ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় দামী শাড়ি উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মাটিরাঙ্গার দুর্গম ওয়াছু মনিরঞ্জন কার্বারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় শাড়ী মাটিরাঙ্গার দুর্গম ওয়াছু মনিরঞ্জন কার্বারী পাড়া এলাকায় মতিলাল ত্রিপুরার মাটির বসত ঘরে মজুত করা হয়েছে এমন বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমজাদ হোসেন এর নেতৃত্বে অভিযান চালায় মাটিরাঙ্গা থানা পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা পালিয়ে যান। একই সময়ে মতিলাল ত্রিপুরার মাটির বসত ঘরে তল্লাশি চালিয়ে ৪০১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরকারবারী মোঃ খলিলুর রহমান ও মতিলাল ত্রিপুরাসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযান কালে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবীর, উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাদ্দাম হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ইরফান প্রমুখ উপস্থিত ছিলেন।

যেকোনো মূল্যে চোরাকারবারীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ভারতীয় শাড়ীর বাজারমূল্য ১২ লাখ টাকার অধিক বলেও তিনি জানান।