দীঘিনালায় ৪টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার ৪টি ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লংঘন করার কারনে এডিবি ব্রিক ফিল্ড‘র এর মালিক মোঃ লুতফুর রহমামকে ৮০ হাজার টাকা, কর্ণফুলি ব্রিক ফিল্ড এর মালিক মোঃ রাকিব উদ্দিনকে ৭০ হাজার টাকা, মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স এর মালিক ওয়াহিদুজ্জামানকে ৮০ হাজার টাকা, কর্ণফুলী ব্রিক্স ফিল্ড রাকিব উদ্দিনকে ৫০ হাজার টাকা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৪,১৫ এবং ১৬ ধারায় মোট ২ লক্ষ ৮০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
দীঘিনালা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, আইনের প্রতিটা ধারাতেই লংঘন রয়েছে সবকয়টি ইট ভাটায়। প্রতিটা ইট ভাটাকেই লাইসেন্স এর আওতায় এসে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে এমনকি ইট ভাটা বন্ধও করে দেয়া হবে।