বান্দরবানে সন্ত্রাসী ও সেনাসদস্যের মধ্যে পাল্টাপাল্টি গুলি এক কর্মকর্তাসহ নিহত ৪
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে রুমা উপজেলায় রুমা সেনা জোনের সাথে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধে রুমা জোনের সেনা কর্মকর্তা ও তিন সন্ত্রাসীসহ ৪ জন নিহত হয়েছে । বুধবার (২ ফেব্রুয়ারী) রাতে রুমা উপজেলা বথি পাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে বলে পুলিশ ও সেনা সূত্রে জানা গেছে ।
নিহত হন সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান (৪৫), বরিশাল জেলা বাসিন্দা ও আহত সদস্য ফিরোজ (২০), সে সাতক্ষীরা জেলা বাসিন্দা বলে জানা গেছে। ফিরোজের পায়ে গুলিবিদ্ধ হলে তাঁকে চট্টগ্রাম সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত সন্ত্রাসীদের কোন পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় উক্ত এলাকার পরিস্থিতি থমথমে বলে জানা গেছে।
সেনাবাহিনী প্রেস রিলিজ সুত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ২৮ বীর রুমা জোনের রাইক্ষ্যয়াং লেক আর্মি ক্যাম্পে সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা হাবিব নেতৃত্বে বথি চন্দ্র পাড়া নামক এলাকায় অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসীরা টের পেলে এলোপাতারি গুলি ছুড়লে বিপরীত থেকে সেনাবাহিনী গুলি ছুড়তে থাকে। গোলাগুলিতে সন্ত্রাসীদের ৩ জনসহ সিনিয়ন ওয়ারেন্ট কর্মকর্তা হাবিবের মাথায় গুলি লাগলে ঘটনাস্থলে ৪ জনের নিহত হয়। এসময় ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্য ফিরোজের পায়ে গুলি লাগলে চট্টগ্রাম সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় ঘটনাস্থল হতে একটি এসএমজি, ৩টি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রুমা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কাসেম চৌধুরী নিশ্চিত করে বলেন, লাশগুলো থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। বর্তমানে ঘটনাস্থল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীল টহল জোরদার করা হয়েছে।