স্থগিত পরীক্ষা চালুর দাবীতে রাঙ্গামাটিতে মানববন্ধন
॥ মোঃ আরিফুর রহমান ॥
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে চালুর দাবীতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে রাঙ্গামাটি সরকারী কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে কলেজের বিভিন্ন বিভাগে অধ্যায়নরত শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজের স্নাতক (উদ্ভিদবিজ্ঞান) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালমা আক্তার, (রাষ্ট্রবিজ্ঞান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী নেপোলিয়ন চাকমা, (বাংলা) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ মোমিন, (হিসাববিজ্ঞান) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ মারুফ প্রমূখ।
মানববন্ধনে অংশ নেওয়া ডিগ্রি এবং অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বলেন, আমাদের মাত্র ২ থেকে ৩টি পরীক্ষা বাকি আছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে করোনার কারণে সরকারি নির্দেশনা মোতাবেক তাদের সকল পরীক্ষা স্থগিত থাকবে। দেশে সব কিছুই যদি চলতে পারে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে পরীক্ষা নিতে সমস্যা কোথায়। করোনার মধ্যে দেশে বানিজ্য মেলা, হাটবাজার সব নিয়মিতভাবে চললেও কেবল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। তাই অবিলম্বে স্থগিত পরীক্ষা চালু করার জন্য মানববন্ধন থেকে জোর দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।