॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার পরিবেশনের দায়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিউ ভাই ভাই হোটেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নপূর্বক কোভিড-১৯ ও ওমিক্রন সংক্রমণ রোধে ব্যাপক জনসচেতনতা বাড়াতে বিভিন্ন যান বাহনের চালক কে মাস্ক পরিধান না করার দায়ে ১১ পথচারীকে ১৩ শত টাকা জরিমানা করেন,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব।
সোমবার (২৫ জানুয়ারী) সকালে মাটিরাঙ্গা পৌর শহরে কলাবাজারে অবস্থিত নিউ ভাই ভাই হোটেল মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার পরিবেশনের দায়ে এ জরিমানা করা হয়।
সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন,কোভিড-১৯ ও ওমিক্রন সংক্রমণ রোধে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে একই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন না করার জন্য হোটেল মালিকদের সতর্ক করে দেয়া হয়।