কাপ্তাইয়ে ইয়াবাসহ যুবক আটক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) দুপুরে রেশমবাগানের জারুল বাগান সংলগ্ন কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ব্রীজের উপর হতে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
আটককৃত যুবকের নাম বীর উত্তম ত্রিপুরা নিলয় (২৪)পিতা,তারাশংকর ত্রিপুরা তাঁর বাড়ী রাঙ্গামাটি সদর গর্জনতলী এলাকা বলে জানা গেছে।
কাপ্তাই থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ ফারুক হোসেন বলেন, ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন এবং বিক্রি করে আসছে। মাদক আইনে মামলা করে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হলে আদালত জেল হাজদে প্রেরন করেন।