মানিকছড়িতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪শ পিচ ইয়াবা, ২শ গ্রাম গাঁজা ও নগদ ১৫০৫২ টাকাসহ এক মাদক ব্যবসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি উপজেলাধীন বাটনাতলী সেনা ক্যাম্প ও থানা পুলিশের একটি যৌথ টহল দলের সদস্যরা বাঞ্চারামপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪শ পিচ ইয়াবা, ২শ গ্রাম গাঁজা ও নগদ ১৫০৫২ টাকাসহ মাদক ব্যবসায়িক মোঃ সাদ্দাম হোসেনকে (৩২)কে আটক করে। তিনি ঐ এলাকার মোঃ আব্দুল জলিল’র ছেলে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহানূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনীর কঠোর নজড়দারি রয়েছে।