খাগড়াছড়ির গুইমারাতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, আহত ২
॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥
খাগড়াছড়ি জেলার গুইমারাতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত সহ গাড়ীর চালক-হেলপার গুরুতর আহত হয়েছে। বুধবার (১৯জানুয়ারি) সকালে গুইমারা উপজেলার বুদংপাড়া রবি টাওয়ার নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিকছড়ি থেকে ছেড়ে আসা সিমেন্ট বাহী ট্রাক (চট্রমেট্রো-ট ১২-০৩৩৮) গুইমারা উপজেলার বুদংপাড়া রবি টাওয়ার নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় গাড়িতে থাকা দুই যাত্রী মানিকছড়ি উপজেলার চাউল ব্যবসায়ী জীবন মজুমদার (৫৫) ও তার ছেলে রাতিফ মজুমদার (১৪) ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। এসময় চালক মেহেদী প্রকাশ লাভলুকে জীবিত উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রেরন করা হয়। প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের মাটিরাঙ্গা ইউনিট কর্মীরা। তবে চালকের অবস্থাও আশংকাজনক বলে জানা যায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানান, খবর পাওয়ার পর মাটিরাঙ্গা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আহত ও নিহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।