সন্তানদের সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত রাখতে শিক্ষিত করতে হবে: জেলা প্রশাসক
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
দূর্গম এলাকায় সন্তানদের সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত রাখতে শিক্ষায় শিক্ষিত করতে হবে। দূর্গম এলাকার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসন কাজ করবে। শুক্রবার (১৪ জানুয়ারী) দুপুরে উপজেলার বড় হরিণা ইউনিয়নে সফরকালে শুকনাছড়ি গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মামুন,ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা রুশো খীসা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম সহ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরো বলেন, প্রত্যন্ত এলাকার জনসাধারণের সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশ দেখে মুগ্ধ। আর এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়ে দুর্গম এ জনপদের উন্নয়নে কাজ করবেন বলে মতামত প্রকাশ করেন। এলাকাবাসীর দাবী অনুযায়ী বড় হরিণা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনুদানসহ শহীদ মিনার নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে তিনি বড় হরিনার শ্রীনগর বাজারে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। পরে বড় হরিনা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে শুভ উদ্বোধন করেন। সভা শেষে শুকনাছড়ি গ্রামের শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও শিশু খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।