থানচিতে আফিমসহ এক নারী আটক
॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবনে থানচিতে দিবাগত রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ২শত গ্রাম আফিমসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গত রবিবার (৯ জানুয়ারী) দিবাগত রাতে থানচি সদরে ৪নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ এলাকায় বিজ্ঞানি মংসানু মারমা পাড়ার একদল আইন শৃঙ্খলা বাহিনী অভিযানে আফিমসহ খিহই খুমী (৭৮) নামক এক নারীকে আটক করা হয়। তিনি বলিপাড়া ইউনিয়নের মৃত কাইলো খুমীর স্ত্রী। তবে তিনি ওই গ্রামের কুঅং খুমীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানচি সদরে বিজ্ঞানি মংসানু মারমা পাড়া নামক গ্রামের থানচি থানার সহকারী পরিদর্শক (নিরস্ত্র) মহিউদ্দিন নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় খিহই খুমী (৭৮) নামে এক ভাড়াটিয়া ঘর থেকে ২শত গ্রাম নিষিদ্ধ আফিম পলিথিন মুড়ানো অবস্থায় হাতে নাতে আটক করা। তবে আফিমের বাজার মূল্য জানা যায়নি।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, থানচি সদরে বিজ্ঞানি মংসানু মারমা পাড়া নামক গ্রামের দিবাগত রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ২শত গ্রাম আফিমসহ এক নারীকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) ৬ (খ) ধারা মোতাবেক থানচি থানায় একটি মামলা হয়েছে, তাকে আজ সোমবার সকালে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।