[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
সাবেক ফুটবলার আনাই মগিনীকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অস্থায়ী নিয়োগঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা ধরে রাখতে সকলে মিলেমিশে থাকতে হবেরাঙ্গামাটির লংগদুতে বিজিবি’র অভিযানে ১৯৮০ প্যাকেট সিগারেট জব্দখাগড়াছড়ির রামগড়ে কৃষি গবেষণায় মাঠ দিবস পালিতখাগড়াছড়িতে বিজ্ঞান মেলায় শ্রেষ্ঠ আয়োজক হিসেবে বেস্ট ইউএনও মমতা আফরিনরাঙ্গামাটিতে শুরু হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক বায়োসাইন্স এণ্ড কনফারেন্স কার্ণিভাল সেমিনারচট্টগ্রাম কারাগারে বন্দী বম যুবকের মৃত্যুতে বান্দরবানে বিক্ষোভবান্দরবানের লামায় মাটি খুঁড়ে লুটের আরো ৩ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ৫ জনলংগদুতে জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে বিদেশী বন্দুক উদ্ধার
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে আফিমসহ এক নারী আটক

৪৪

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবনে থানচিতে দিবাগত রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ২শত গ্রাম আফিমসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গত রবিবার (৯ জানুয়ারী) দিবাগত রাতে থানচি সদরে ৪নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ এলাকায় বিজ্ঞানি মংসানু মারমা পাড়ার একদল আইন শৃঙ্খলা বাহিনী অভিযানে আফিমসহ খিহই খুমী (৭৮) নামক এক নারীকে আটক করা হয়। তিনি বলিপাড়া ইউনিয়নের মৃত কাইলো খুমীর স্ত্রী। তবে তিনি ওই গ্রামের কুঅং খুমীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানচি সদরে বিজ্ঞানি মংসানু মারমা পাড়া নামক গ্রামের থানচি থানার সহকারী পরিদর্শক (নিরস্ত্র) মহিউদ্দিন নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় খিহই খুমী (৭৮) নামে এক ভাড়াটিয়া ঘর থেকে ২শত গ্রাম নিষিদ্ধ আফিম পলিথিন মুড়ানো অবস্থায় হাতে নাতে আটক করা। তবে আফিমের বাজার মূল্য জানা যায়নি।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, থানচি সদরে বিজ্ঞানি মংসানু মারমা পাড়া নামক গ্রামের দিবাগত রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ২শত গ্রাম আফিমসহ এক নারীকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) ৬ (খ) ধারা মোতাবেক থানচি থানায় একটি মামলা হয়েছে, তাকে আজ সোমবার সকালে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।