রাজস্থলীতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে, আহত ২
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥।
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারী) দুপুরে রাজস্থলী উপজেলার, চন্দ্রঘোনা – বাঙালহালিয়া সড়কে দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজন কে চন্দ্রঘোনা খ্রিষ্টানীয় ( মিশন)হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, সাকিল হোসেন (২৭) মানিক মিয়া (২৮) তারা উভয়ে পর্যটক বলে জানা গেছে।
চন্দ্রঘোনা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, চন্দ্রঘোনা বাঙালহালিয়া সড়কের সেলমারা নাম স্থানে রাজস্থলী গামী ট্রাকের সংঙ্গে বিপরীত থেকে মোটর সাইকেল আরোহী সহ মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। একজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) প্রেরন করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ঘটনা স্থলে যান। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি বাঙালহালিয়া পুলিশ ফাঁড়ীতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।