[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে স্ত্রীকে খুন করে অপহরণের নাটক সাজানো সেই স্বামী গ্রেফতার

৭০

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানে অভিনব কায়দায় স্ত্রীকে খুন করে অপহরণের নাটক সাজানো সেই স্বামী রেথোয়াই মারমাকে
(৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে রাজবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ড মুসা বুনিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বৃহস্পতিবার ভোরে রাজবিলা ইউনিয়নে নিজ স্ত্রী সিংইয়ইনু মার্মাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে রেথোয়াই মারমা অপহরণে নাটকীয় সেজে লাপাত্তা হয়ে যান। রাত গভীরে এলাকায় ইউপি সদস্যকে ফোন করে জানান সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যাচ্ছে । এসময় ইউপি সদস্যসহ এলাকাবাসীরা রাতে ঘটনাটি শুনে তাদের বাড়িতে ছুটে গেলে সিংয়ইনু মার্মা লাশ দেখতে পান। কিন্তু সিয়ইনুং কে খুন করে স্বামী রেথোয়াই মারমা অপহরণ খবর শুনে এলাকাবাসী তার সাথে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পায়। পরে জানা যায় এটি একটি নাটকীয় সাজানো ছিল। গ্রেফতারকৃত রেথোয়াই মার্মা (৪০) রাজবিলা ইউনিয়নে থংজমা পাড়া গ্রামে অংসাহ্লা মার্মা ছেলে।

ঘটনাটি পর এলাকার মানুষ পলাতক রেথোয়াইনু মার্মাকে খুঁজতে থাকে। রাতে তাকে রাজবিলা ইউনিয়নের মুসাবুনিয়া গ্রামে একটি পাহাড়ে দেখতে পেয়ে তা ঘেরাও করে রাখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে উদালবুনিয়া পুলিশ ফাঁড়ি সদস্যরা তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার শৈসা চিং বলেন, এলাকাবাসী আমাকে জানালে সন্দেহনুসারে তিনি যান। পরে পাড়ার মানুষ ঘেরাও দিয়ে রাখলে এলাকাবাসী সহযোগীতায় পুলিশ কাছে সোর্পদ করা হয়।

বান্দরবান পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার বলেন, ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। এ ছাড়া স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত বলে স্বীকার করেছেন।