রাঙ্গামাটিতে ইয়াবাসহ যুবক আটক
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে ইয়াবা সহ আব্দুল শুক্কুর (৪১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৭ জানুয়ারি) বিকালে শহরের ফিসারীঘাটস্থ হোটেল মেহেদির সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফিসারীঘাটস্থ হোটেল মেহেদির সামনে থেকে ৭৪৫ পিস ইয়াবা সহ আব্দুর শুক্কুরকে আটক করা হয়েছে। আটক আব্দুর শুক্কুর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোঃ ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে।
এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।