নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
নাইক্ষ্যংছড়িতে অভিযানে চালিয়ে বিপুল পরিমানে বিদেশীয় অস্ত্র সহ ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। শুক্রবার(৭ জানুয়ারী) ভোরের নাইক্ষ্যংছড়ির ধুমধুম ইউনিয়নে কুমির প্রজন্ম কেদ্র সংলগ্ন রাবার বাগানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মোঃ নুর হোসেন (৩২), মোঃ নাজিমুল্লাহ (৩৪), মোঃ আমানুল্লাহ (২৩) ও মোঃ খাইরুল আমীন (১৯)। তারা মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।
র্যাবের সুত্রে জানা যায়, মিয়ানমার থেকে অস্ত্র পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে কক্সবাজার র্যাব ১৫ অভিযান চালায় নাইক্ষ্যংছড়ির গহীন জংঙ্গলে। এসময় মিয়ানমার থেকে আসা ২ যুবক খালি গায়ে ও অন্য ২ যুবক মাথায় বোঝাই করে লাকড়ি ভিতর অস্ত্র নিয়ে আসে। র্যবের অবস্থান টের পেলে তারা পালানো চেষ্টা করে। পরে সন্দেহ হলে তাদেরকে আটক করে তল্লাসী চালানো হয়। এসময় তাদের কাছ থেকে দেশি একনলা ২টি বন্ধুক, কোয়ার্টার বন্দুক, দেশী পিস্তল, বিদেশী কার্বাইন(এসএমসি), বিদেশী পিস্তল, এসএমসি ম্যাগাজিন, বিদেশী পিস্তলের ম্যাগাজিন,১২ রাউন্ড এ্যামুনিশন তাজা ও০৬ রাউন্ড দ্ধ খালি কার্তুজ ও গোলাবারুদসহ মোট ৮টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন।
কক্সবাজার র্যাব ১৫ অধিনায়ক লে.কর্ণেল খাইরুল ইসলাম জানান, আমরা গোপন তথ্য পেয়ে অভিযান চালিয়ে ৮টি অস্ত্র ও গোলাদ বারুদ সহ কিছু ম্যাগেজিন উদ্ধার করেছি। এই অভিযান আগামীতেও অব্যহত থাকবে।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, অস্ত্রগুলো থানায় হস্তান্তর করা হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লখ্যে, আটককৃতরা আল- ইয়াকীন এর সদস্য এবং তারা রোহিঙ্গ্যা ক্যাম্প থেকে সীমান্ত দিয়ে মায়ানমার এ প্রবেশের চেষ্টা করছিল।