[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবার

৭৬

॥সোহেল রানা ,দীঘিনালা ॥

মুজিববর্ষে আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনসাধরনের জন্য বিশেষ ডিজাইনের ঘর নির্মাণ প্রকল্পের উপকারভোগীদের নিকট ঘর হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট)সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা অডিটরিয়ামে উপকারভোগিদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠি জনসাধরনের জন্য বিশেষ ডিজাইনের নির্মাণের ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মুশফিকুর রহমান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান উপজেলার কামাকুছড়া এলাকার রেন্টি চাকমা ও সুদিপ্ত চাকমা‘র হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠি জনসাধরনের জন্য বিশেষ ডিজাইনের নির্মাণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করেন।

ঘরের চাবি পেয়ে রেন্টি চাকমা বলেন, আগে অনেক কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে ভাঙ্গাচুড়া ঘরে থাকতাম, প্রধানমন্ত্রী উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভগবানের কাছে অনেক প্রার্থনা করি ।

উপজেলা প্রকল্প বাস্তবায় অফিসের দেয়া তথ্যমতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠি জনসাধরনের জন্য বিশেষ ডিজাইনের ঘর নির্মাণ প্রকল্পে উপজেলা ৫টি ইউনিয়নে ১৩টি ঘর নির্মান করা হচ্ছে। প্রতিটি ঘরের প্রক্কলিক মূল্যে ৫ লক্ষ ৫১হাজার ৯২টাকা । নতুন ডিজাইনের মধ্যে রয়েছে ৩টি বেডরুম, ১টি রান্না রুম, আলাদা একটি গোসলখানসহ একটি টয়লেট। ৫% ল্যাস মূল্যে দর:পত্র আহবায়ন করা হয়েছিল সেই টাকা দিয়ে প্রতিটি ঘরে সোলার সিস্টেম করে দেয়া হবে।

ই-পিসিিআর