রাঙ্গামাটিতে গণতন্ত্র হত্যা দিবস পালিত
ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আ’লীগ ক্ষমতা দখল করে
॥ মোঃ আরিফুর রহমান ॥
রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু বলেছেন, ২০১৪ সালের এই দিনে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ ক্ষমতা দখল করে। ২০০৯ সালে ক্ষমতায় আসার জন্য শেখ হাসিনা ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাসহ যে সব অঙ্গিকার করেছিলেন তার সবই ভঙ্গ করেছেন। ২০১৪ সালে ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতে দিয়ে গণতন্ত্র তছনছ করেছেন। ভোটারবিহীন নির্বাচন করে শপথ ভঙ্গ করে ১৮ কোটি ভোট চুরি করে ক্ষমতায় আছেন।
বুধবার (৫ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি শহরের কাঠালতলীস্থ দলীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সংলাপ করতে হলে বেগম খালেদা জিয়ার সাথে বসতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা তুলে সংলাপের ব্যবস্থা করতে হবে। নয়তোবা ঘন্টা বেজে উঠেছে। ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। তারেক রহমানের ডাক দিলে গণতন্ত্রের জন্য বুকের তাজা রক্ত জড়ানোর জন্য প্রস্তুত থাকতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির সহ জেলা যুবদল, ছাত্রদল, শ্রমিকদল জাসস সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#