বরকলে লীন প্রকল্পের আওতায় পুষ্টি বিষয়ক বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে জুম ফাউন্ডেশনের উদ্যোগে লীন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটির (ইউনিয়ন-এমএসপি) বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ের উপর বরকল ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, ইউপি সচিব, সরকারি কর্মকর্তা (ইউসিতে অন্তর্ভুক্ত), প্রথাগত হেডম্যান-কার্বারী, স্কুল শিক্ষক ও সমবায় সমিতির প্রতিনিধিদের নিয়ে কর্মশালা আয়োজন করা হয়েছে। রবিবার (২ জানুয়ারী) সকালে বরকল ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শিমুল চাকমা, লীন প্রকল্পের উপজেলা সমন্বয়ক সঞ্চয় চাকমা। এসময় উপজেলা জুম ফাউন্ডেশনের লীন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর তাপস কুমার চাকমা ও জুয়েল চাকমা, বরকল ইউপি বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি সহ পুষ্টি সমন্বয় কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি বক্তব্য বরকল ইউপি চেয়ারম্যান বলেন, সুস্থ সবল মানুষ গঠনে পুষ্টি প্রয়োজন রয়েছে। আর জুম ফাউন্ডেশনের পুষ্টি বিষয়ক কার্যক্রমগুলো খুবই সন্তোষজনক। পাশাপাশি বরকল ইউনিয়নে লীন প্রকল্পের কার্যক্রম গতিশীল করতে সকল প্রকার সহযোগিতা প্রদান করার আশ্বস্ত করেন বরকল ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা।
উপজেলা সমন্বয়কারী সঞ্চয় চাকমা বলেন, বরকল উপজেলায় মা ও শিশুদের পুষ্টি ঘাটতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে কাজ করে যাচ্ছে লীন প্রকল্প। পাশাপাশি পুষ্টিকর খাদ্য উৎপাদনে স্থানীয় কৃষকদের বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে। যাতে করে নিজস্ব এলাকায় পুষ্টির চাহিদা পূরণ করতে পারে। বর্তমানে লীন প্রকল্পের আওতায় ৪১জন কৃষক কাজ করছে। এছাড়াও গর্ভবতী,দুগ্ধদানকারী মহিলা ও শিশুদের পুষ্টি সচেতনতা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সভা সহ বিভিন্ন কার্যক্রম ৫ ইউনিয়নে ৫টি পুষ্টি কমিটি জুম ফাউন্ডেশনের তত্বাবধানে লীন প্রকল্পের আওতায় কাজ করা হচ্ছে বলে উল্লেখ করেন উপজেলা কো-অর্ডিনেটর সঞ্চয় চাকমা।