[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৫৭

দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হইতেই আছে,দুই বীরঙ্গনারে রাষ্ট্রীয় সম্মান না দেয়ার অভিযোগ

৮০

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপুনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও নানান চরিত্রের অবাধ্য জীবানু করোনা-১৯’র অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, ষড়যন্ত্রের জেল খাটিয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৫৭ নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় নিয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্রও বানাইবেন।

শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ্ব নেতা মা’জননীগো এই অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখি পক্ষও অপক্ষে গড়াইতেছে। মা’রে পার্বত্য চট্টগ্রামেও আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বহুতে দৌঁড়াইতেছে আবার সন্ত্রাসীরাও বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাদের দলাদলী বলাবলি লইয়া জীবন সাঙ্গের গননায় যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। চরম নরম ভক্তের অধিকারী সন্ত্রাসীগোর লাগাতার অত্যাচারে অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে, চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে জানপরান হেই আছে হেই নাই। উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, অকুতোভয় শাসন কর্তা, বিশ্ব নেতা’র দরবারে খালি মিনতি জানাইতেছে। যাউগ্গা, এইবার পর আলোচনা-সমালোচনা-পরামর্শ হইলো….

মা’জননীগো, দেশের ধাপে ধাপে ইউনিয়ন পুরিষ নির্বাচন লইয়া ধাপে ধাপে মাইর চলিতেছে। দেশের সমতলে লাট্টালাট্টি-খুনের ঘটনা ঘটিয়ালেও পাহাড়ে পার্সেন্টেজ কম তয় আমামীলীগের নেতৃত্বের যে হাল প্রকাশ হইতেছে তাহাতে জাতীয়তে টা-টা হুনিতে হইবে। পাহাড়ের স্বতন্ত্রপ্রার্থীরই পল্লা ভারি। পাহাড়ে উন্নয়নের কমতি না হইলেও বহুত উন্নয়ন কাইজ কামেতো চেয়ারমন মেম্বরগনই তলে তলে ঠিকাদারীও চালাইতেছে। তয় অসহায় সাধারনরাতো এ পাশও-ওপাশ কোনডারেও পায় না। চাকরী-বাকরিতেও যে যত ক্রমিক সংখ্যার মতন বাড়াইতে পারে তারই। ক্ষমতারে টিকাইয়া রাখিতে ফিক্কা দিতে বহুতে ভিন দলের লগেও কান্দা মিলাইয়াছে। আমাগো কাল দাদু কহিলেন মাদার ডিস্ট্রিক্টে খোদ প্রেস ক্লাবেও নাকি জামায়াতের সহিত সন্ধি পাকাইয়াছে। অস্ত্রধারীগোর গুলিতে বাঘাইছড়ির পাহাড়ে কালাপাকুইজ্জায় জানং-তুজিম আর বান্দরবানে পুশৈ কে পরপারে পাটাইয়া দিয়াছে।

আমাগো মুন্ত্রী বান্দরবানে উন্নয়নের জোয়ার চালাইলেও হেইখানের নানান পাহাড়ে মাদক ইয়াবা লইয়া দেরে দে বাবা পার কারাইয়া দেই অবস্থা। বহুতেতো হেই পুরিস্থিতিরে চুইংগামের মতন টানিয়া লম্বা করিতে চালইন চালাইতেছে। খাগড়াছড়িতে দুই বীরঙ্গনারে রাষ্ট্রীয় সম্মান না দেয়ার অভিযোগ উঠিয়াছে। হেইখানে আমাগো শরনার্থীগোর খবরাখবর লইতে ভুক্তোভুগিরা অনুরোধ জানাইয়াছেন।

মা’জননীগো ইউনিয়ন পুরিষদের নির্বাচনে যেইভাবে লাটি-সোঁটা গুলির খেলা চলিতেছে ভবিষ্যৎ পুরিস্থিতির কি হইবে ভাবনের দরকার। দেশের উন্নয়নে অর্থনীতির চাকারে টানিয়া ধরিতে ঘাটে ঘাটে চোরের দল লুটিয়া পুটিয়া চাঁটিয়া খাইয়াছে। নৌকায় ভোট না দিলে নাটোরে সংখ্যালঘুর হাত-পা কর্তনের হুমকী। সানি দাদু কহিলো রাজধানীর আপগ্রেইডিং প্রকল্পের আরাম আয়েশ হগ্লগই আছে কাজের কাজতো নাকি বিষফোঁড় হইয়াছে। এইভাবে চলিতে থাকিলে ঋণের আটশ আশি কুটি টাকা আরাম আয়েশ আর গাড়ি হাঁকাহাঁকিতেই ইতি হইয়া যাইবে। সোনালী ব্যাংকের আট কর্তাসহ এগার জনের কারাদন্ড দেশের ব্যংকিং ব্যবস্থার নিরাপত্তা বাড়াইবে। কক্সবাজারে পর্যটকরে গণধর্ষণ ঘটনায় জড়িতদের স্থায়ী শাস্তির নিশ্চিত করিতে ওয়ার্ডার দেন। মা’রে যুক্ত রাষ্ট্রের মোড়লগিরির দিন শেষ হইতেছে এইডা তাইনেগোরে হাড়ে হাড়ে বুঝাইয়াই দিতে হইবে। বিমানের সাড়ে ঊনিশকুটি টাকার সফটওয়্যার দেখভাল করিতেই পুঁচিশ কুটি ব্যয় বুঝিতে এই পোড়াকপাইল্লার মাথাও আওলাঝাওলা হইতেছে। ঝালকাটির লঞ্চে আগুন ঘটনার সত্য তথ্য উপাত্ত লওনের দরকার।

মা’গো গোটা দেশের পুরসভার মেয়রগোর তথ্য তালাশ লইতে মাঠে গুরিন্দা ছাড়িয়া দেন। মেয়র শাহানশাহ্ নামের লগে কাম মিলাইতেও ওস্তাদ মনে হইতেছে। বিএসএফ আবারো গুলি চালাইয়া জিনাইদহের মিকাইলের পর চাঁপাইনবাবগঞ্জের আলীরে এপার ওপার নয় এক্কেবারে পরপারে, কি তামাশারে মা। আপুনি যাঁগোরে ক্ষমতায় বসাইয়াছেন অধিকাংশরাইতো লুটপাট আর আমাগো দেশের টাকা পাচার করিয়াছে বিদেশে। বিচার বিভাগের বিচারকি কামে দেশের দাদু-দিদিরা খূশি তয় আমাগো সাবেক প্রধান বিচারপুতি এসকে সিনহার বিষয় খানা ভাবনের দরকার। নরসিংদিতে রমিজ হত্যায় মসজিদের মুয়াজ্জিন তাবলিগে লুকাইয়াছে তাইজ্জবকান্ড। বিজ্ঞান লেখেক অভিজিৎ হত্যার আসামী লইয়া ধুম্রজাল, আমাগো স্বারাষ্ট্রমুন্ত্রী আর আইনসৃংখলা বাহিনীর আছে নাই’র কারণ কি খোলাসা করনের দরকার। সাড়ে তের কুটি টাকার গমের হদিশ লইয়া কুইশান উঠিয়াছে। সড়কে বেপরোয়া প্রানহানি বিভিন্ন পুতিষ্ঠানের মাসোহারাও দায়ি বলে কহিলেন রেজা দাদু। সার্জেন্টের বাবারে গাড়ি চাপার ঘটনায় কি তামাশাইনা দেখিয়াছে দেশের দাদু দিদিরা।

মা’রে ভারতের রাষ্ট্রপতির কোবিন্দ এর আমাগো দেশে সফর সহযুগিতা কাজে লাগাইতে সঠিক রাস্তা অনুসরণ করিতে হইবে। আপুনার মালদ্বীপ সফর দেশের বেকার দাদু-দিদিগোর উন্নয়নে অবদার রাখিবে। তয় বিদেশে কামাই করনের ইচ্ছায় দেশের দাদুদের পাচার করিয়া মানব পাচারকারীর দলতো তাঁগো আকামও চালাইয়াই যাইতেছে। মানবপাচারকারী চক্রতো নাকি ভারতে নির্যাতন চালায় আর বাংলাদেশে নাকি মুক্তিপন লয়। শ্রম বাজার লইয়া দেশের লক্ষ লক্ষ দাদু-দিদি বহুতের স্বপ্ন চুড়মার হইয়াছে। বিদেশের শ্রমবাজার লইয়া যাহাতে দেশে লুটপাট চালাইতে না পারে তার কড়া-গন্ডা হিসাব রাখিবেন। দেশে কেহই সংখ্যালঘু নয় এই মহা কথা খানা হ¹লেই যাহাতে মানিয়া চলে তার দিকে খেয়াল রাখিবেন। নোয়াখালীতে বিবস্ত্র করিয়া নারী নির্যাতন ঘটনায় তের আসামীর দশ বছর জেল।

মা’গো পত্রপুত্রিকার খুলিলেই দেখা যাইতেছে আমাগো মা-বোনদের উপর হায়নার দলের আক্রমন কিভাবে চলিতেছে। তয় দেশের নারীর উপর যেই বিভৎস ঘটনা চলিতেছে এইসবের বিচার দ্রুত করিতে কড়া ওয়ার্ডার দিবেন। নূর দাদু কহিলো দেশে মানবাধিকার লংঘন সহ্যের বাইরে চলিয়া যাইতেছে। দেশের দাদু-দিদিগোর অর্থ লুট, নারী ধর্ষণ, হত্যা, প্রতিহিংসা পরায়ন রাজনীতিতে বলির পাঁটা হইতেছে সাধারনরা এইসব বিষয়খানা লইয়া দয়া করিয়া কঠোর অস্থানে যাইবেন। এইসব ঘটনা বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হইতেই আছে। মহা মহা জঘন্য ঘটনায় দেশের উন্নয়নের চিত্র ঢাকিয়া যাইতেছে। এইভাবে চলিতে দেওন যাইবে না। সময় থকিতেই ব্যপরোয়া এই জঘন্য কামের লাগাম টানেন। আমাগো বিচার বিভাগ দেশের শান্তি সৃংখলা রক্ষায় কঠোর দায়িত্ব পালন করিতেছে।

চাঁটগার ডিডিটি পাউডার পঁয়ত্রিকুটি টাকায় ফ্রান্সে পোড়ানোর হিসাব মিলাইতে কষ্ট হইতেছে। সাত বছরেও তাপস হত্যার বিচার না হওনের কারনে ক্ষোভ জানাইয়াছে। পুলিশ বক্সে বোমা হামলার মাস্টার মাইন্ড সেলিম শেষমেষ আটক হইয়াছে। জলাবদ্ধতা নিরসনে মেয়র দাদুর ৬৩ খালের অবৈধ দখল হইতে একসাথে খালি করনের উদ্যোগ কঠোরভাবেই বাস্তাবয়ন করিতে হইবে। চান্দা না পাইয়া স্বামী সন্তানরে আটক করিয়া পর্যটককে ধর্ষণ ঘটনায় জড়িতদের দ্রুত পরপারে দেন। অলিতে গলিতে চান্দাবাজ আর ডাকাতের অত্যাচার বাড়িয়াছে। শিশু আরিয়ান হত্যা ঘটনায় সুক্ষ্ম নজর দিবেন। মহাবিপদ ঘটাইবার আগেই কালুরঘাট ব্রিজে নজর দিবেন। গহিরা-ফটিকছড়ি সড়ক তিন বছরেও নাকি উন্নয়ন হয় নাই। কিডনি লিভার বিক্রিতে ফেসবুকে ফাঁদ বসাইয়া লুটকারীর দল ব্যাবের জালে।

মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপুনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে তারমইধ্যে যোগ হইয়াছে বিশ্ব শক্তিধর করোনা-১৯। হুট করিয়া হৃদমাজারে ধরে আর মারিয়াই ছাড়ে। এমনিতে কুটি কুটি দাদু-দিদিরা মানব সৃষ্ট অত্যাচার, নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।

মা’জননীগো এই বিজয়ের মাসে জাতির পিতারে প্রাণভরে শ্রদ্ধা ও ভালোবাসা। জাতিরে যারা অন্ধকারে নিমজ্জিত করিতে চাহে তলে বলে শত্রুরাও এখনো উঁকি ঝুঁকি মারিতেছে। আপুনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কামে লাগিবে, কথা হইলো আপুনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জইন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন। আইজ এই পর্যন্ত।

ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা- এস.এস.বি.এম, তারিখ- ০২ জানুয়ারী, ২০২২ খ্রীঃ