রাঙ্গামাটিতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ২
॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস দলের সমর্থকদের সাথে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার রূপকারি ইউনিয়নের দুই কিলোমিটার এলাকায় গোলাগুলির ঘটনায় উভয়ে দুইজন নিহত হয়েছে এবং মনু মিয়া নামে একজন স্থানীয় এক দোকাদার আহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিহতরা হলো, ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সমর্থিত জানন চাকমা (৩৫) এবং জেএসএস দলের সমর্থিত মনিময় চাকমা (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার রূপকারি ইউনিয়নের দুই কিলোমিটার এলাকায় স্থানীয় মনু মিয়ার দোকানে চা পান করতে আসেন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য। এসময় জেএসএস দলের সদস্যরা এসে অতর্কিত ভাবে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলে দুই দলের দুইজন মারা যান এবং দোকানদার মনু মিয়া আহত হন। বর্তমানে মনু মিয়া বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ,বিজিবি ও সেনাবাহিনী নিয়ন্ত্রনে রয়েছে।
এবিষয়ে রাঙ্গামাটির সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, উভয়পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে।