আলীকদমে ৮হাজার ৬শ পিস ইয়াবাসহ আটক ১
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাআলীকদম ॥
বান্দরবানের আলীকদমে উপজেলায় অভিযান চালিয়ে ৮ হাজার ৬ শত পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার ( ২৪ ডিসেম্বর ) সন্ধ্যায় চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড তারাবুনিয়া এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে। আটককৃত ব্যক্তি হলেন সিরাজ কাবারী পাড়ার বাসিন্দা মৃত মোঃ শামশুল আলমের ছেলে মোঃ ইসমাইল।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে আরো জানা যায়, ইয়াবা বিক্রির জন্য ইয়াবা বিক্রেতা তারাবুনিয়া এলাকায় অপেক্ষা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তারাবুনিয়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় তল্লাশি করে ৮ হাজার ৬ শত পিস ইয়াবাসহ ইসমাইলকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষ করে তাকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়।
এবিষয়ে আলীকদম থানার উপ-পরিদর্শক কমল মালাকার বলেন,থানায় ইয়াবাসহ আটক ব্যক্তিকে সেনাবাহিনী হস্তান্তর করেছে,পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।