দীঘিনালায় স্থগিত ৪ কেন্দ্রের ভোট গ্রহন ৩০ ডিসেম্বর
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
স্থগিত হওয়া ৪টি কেন্দ্র পুনরায় ভোট গ্রহনের তারিখ আগামী ৩০ডিসেম্বর ঘোষনা করছে নির্বাচন কমিশন। খাগড়াছড়ির দীঘিনালায় ৩য় ধাপে ৩টি ইউনিয়ন কবাখালী, মেরুং বোয়ালখালী ইউপিতে গত ২৮ নভেম্বর ভোট গ্রহনের মাধ্যমে নির্বচান সম্পন্ন হয়। তবে কবাখালী ইউনিয়নের ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ২নং ওয়ার্ড ও কবাখালী ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ড কেন্দ্রে ব্যালট বক্স ভাংচুর, ব্যলট পেপার ছিনতাই, ভোট কেন্দ্রে হামলা কারনে ২টি কেন্দ্র অপদিকে মেরুং ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাজাধন মুনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫নংওয়ার্ড বাঁচামেরুং সরকারি প্রাথমিক কেন্দ্র ভোগ গ্রহণ স্থগিত করা হয়েছিল।
মেরুং ইউনিয়নে দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন জানান, মেরুং ইউনিয়নে স্থগিত হওয়ায় ২টি কেন্দ্র পূনরায় ভোট গ্রহণ আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। অপর দিকে কবাখালী ইউনিয়নে দ্বায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহেনসা লতিফুর খায়ের বলেন, দীঘিনালার কবাখালী ইউনিয়নে ২নং ওযার্ড ও ৮নং ওয়ার্ডে কবাখালী ইউনিয়ন পরিষদ কেন্দ্র ভোট গ্রহণ স্থগিত হওয়ায় পূনরায় ভোট গ্রহণ আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনী অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী ০২টি ইউনিয়নে মোট ০৪ টি কেন্দ্রে ৩য় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বন্ধ ঘোষিত কেন্দ্রে ভোট পূণরায় ৩০ ডিসেম্বর সকাল ০৮ ঘটিকা থেকে বিকাল ০৪ ভোট গ্রহন করা হবে।
উল্লেখ্য ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০২ কেন্দ্রে স্থগিত হওয়া মোট ভোট সংখ্যা ২৮২৮জন ও ১ নং মেরুং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০২ কেন্দ্রে স্থগিত হওয়া মোট ভোট সংখ্যা ৪০৫১জন।