লামায় গাছ পড়ে গাছ ব্যবসায়ীরই মৃত্য
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
লামায় গাছ পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) দুপুের গুরুতর আহত গাছ ব্যবসায়ী মোঃ ছাদেক (৩৩) কে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত গাছ ব্যবসায়ী মোঃ ছাদেক লামা পৌরসভার ২নং ওয়ার্ড নয়া পাড়া এলাকার মৃত মোঃ আকবর এর ছেলে। তার ৪ বছর বয়সী একটি মেয়ে আছে। সে লামা বাজার হতে মিশন রোডের মোটর সাইকেল সমিতির সভাপতি বলে জানা গেছে।
নিহত ছাদেক এর বড় ভাই মোঃ ফারুক বলেন, তার ছোট ভাই মোঃ ছাদেক গাছের ব্যবসা করতেন। বুধবার দুপুরে রূপসীপাড়া ইউনিয়নের দরদরী এলাকায় শশ্মানে ক্রয় করা বাগানে শ্রমিক দিয়ে গাছ কাটছিল। সেখানে সে সহযোগিতা করছিলেন তিনি। অসতর্কতা বশত কাটা গাছ এসে তার উপরে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে অন্যরা তাকে দ্রুত লামা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার রেফার করেন। পরে পরিবারের লোকজন তাকে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পথে দুপুর ২টায় তার মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী।