রোয়াংছড়িতে ইউপি নিবার্চনের প্রিজাইডিং কর্মকর্তাদের দিন ব্যাপী কর্মশালা
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে ৪টি ইউনিয়ন পরিষদে আসন্ন সাধারণ নিবার্চন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে কর্মশালায় দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোয়াংছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহি অনুপম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার, জেলা নিবার্চন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এসময়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যদের পদে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে নিবার্চন আচারণ বিধি নিয়ে আলোচনা করে বলেন আগামী ২৬ ডিসেম্বর বান্দরবানে রোয়াংছড়িতে ইউনিয়ন নিবার্চন সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন অনুস্থিত হবে। যে কোন প্রার্থীর হোক কোন অন্যায় করতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনীরা মাঠে কাজ করবেন। যেখানে সমস্যা সম্মুখীন হবেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পৌচ্ছে যাবেন। গত ইউপি নিবার্চনও নিরপেক্ষ হয়েছে। এবারও সুস্থ নিবার্চন হবে।