বান্দরবানে ৫৫ পরিবার পেল সেনাবাহিনী আর্থিক সহায়তা
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে সেনা রিজিয়নের আওতায় দূর্গম এলাকার বসবাসরত দুঃস্থ, গরীব ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বান্দরবান সেনা জোনে মাঠ প্রাঙ্গনে আয়োজনে এই মানবিক সহায়তা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে ক্যাপ্টেন মেজবাহুল ইসলাম ফুয়াদর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ মঈনুল হক,জোনের এএসএম রাফিউল চৌধুরী সহ উর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং জেলা কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন ।
এসময় ৫৫টি পরিবারকে মোট ৩ লক্ষ ১০ হাজার টাকা এবং ৩০টি পরিবারকে কম্বল প্রদান করেন সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ মঈনুল হক ।
মানবিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ মঈনুল হক বলেন, পার্বত্য অঞ্চলে আমরা অপারেশন উত্তরণ দায়িত্ব পালনের পাশাপাশি এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহযোগীতা প্রদান করে থাকি। ভবিষ্যতেও এই ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।