কাপ্তাইয়ে দুর্নীতি প্রতিরোধ দিবস পালন ও মানববন্ধন অনুষ্ঠিত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে আন্তার্জাতিক দুর্নীতিপ্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সকালে কাপ্তাই বড়ইছড়ি সড়কে দুর্নীতিপ্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়। পরে এক আলোচনায় উপজেলা মিলনায়তনে অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুুনতাসির জাহান,বিশেষ অতিথির হিসেবে উপস্থিত,উপজেলা সহকারী ভুমি কমিশনার মাঈনুল হোসেন চৌধুরী, মহিলা ভাইসচেয়ারম্য উমেচিং মারমা,বিশিষ্ঠ প্রবন্ধাদিক ও দুর্নীতি প্রতিরোধ সহ-সভাপতি আমিনুর রশিদ কাদেরী, খ্রিস্টিয়ান হাসপাতাল পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ সহ-সভাপতি ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই থানা অফিসার ইনর্চাজ মোঃনাসির উদ্দীনসহ প্রমুখ।
বক্তরা বলেন,সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে হলে আগে নিজেকে দুর্নীতি মুক্ত রাখতে হবে।