মানিকছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৯ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানকছড়ি একতা যুব সংঘ, যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিট, দুর্নীতি প্রতিরোধ কমিটি ভিবিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকার কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আবদুল মান্নান’র সঞ্চালনায় সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আতিউল ইসলাম স্বাগত বক্তব্যেও মধ্য দিয়ে আলোচনা সভা আরম্ভ হয়।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ. রাজ্জাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইলিয়াছ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বশির আহম্মদ, গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ডাঃ অমর কান্তি দত্ত, উপজেলা প্রকৌশলী মোঃ আবদুল খালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামরুল আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ ইসমাইল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।