[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণের ঘটনায় ৩ঘন্টার মধ্যে ২ ধর্ষক গ্রেফতারনায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জনবান্দরবানের থানচি ইউএনও’র সাথে যুব ক্রীড়া পরিষদের সৌজন্য সাক্ষাৎবান্দরবানের আলীকদমে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিতরাঙ্গমাটি জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে মে দিবস পালনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালনখাগড়াছড়ির দীঘিনালায় মহান মে বিদস পালনখাগড়াছড়ির পানছড়িতে মে দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

১২৯

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচি উপজেলায় ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিন্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বন ও পরিবেশ সম্পাদক এবং কৃষি ও সমবায় সম্পাদককে বহিস্কার করা হয়েছে।

গত সোমবার (৬ ডিসেম্বর) বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক-১ লক্ষীপদ দাশ এর স্বাক্ষরিত তিনটি আলাদা চিঠিতে এ বহিস্কারাদেশ দেয়া হয়েছে। নির্বাচনে বিদ্রোহী প্রতিদ্বন্দ্বিতায় বহিষ্কৃতরা হলেন, থানচি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাংসার ম্রোঃ, বন ও পরিবেশ সম্পাদক থোয়াইসিং মং মারমা, কৃষি ও সমবায় সম্পাদক ভাগ্য ত্রিপুরা।

সূত্রে জানা যায়, ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে থানচিতে চার ইউপিতে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে থানচি সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত অংপ্রু ম্রোঃ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মাংসার ম্রোঃ ও স্বতন্ত্র প্রার্থী ক্রাপ্রুঅং মারমা ও ২নং তিন্দু ইউপিতে আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান মংপ্রুঅং মারমা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ভাগ্য ত্রিপুরা, থোয়াইসিং মং মারমা ও স্বতন্ত্র প্রার্থী মংসাই মারমা নির্বাচনে অংশ নিয়েছেন। এবং ১নং রেমাক্রী ইউপিতে আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা ও স্বতন্ত্র প্রার্থী চসিংমং মারমা। ৪নং বলিপাড়া ইউপিতে আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান জিয়াঅং মারমা, স্বতন্ত্র প্রার্থীর ক্যসাউ মারমা ও বর্তমান মেম্বার মংক্যসিং মারমা নির্বাচনে অংশ নেন।

এদিকে তিন নেতা বহিষ্কারের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে দলের তিন নেতা প্রধানমন্ত্রীর সিন্ধান্তকে উপেক্ষা করে নির্বাচনে অংশ নিচ্ছেন। এটা একটা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রের চরম পরিপন্থী কাজ। তাই তাদের জেলা আওয়ামী লীগর নির্দেশের বহিষ্কার করা হয়েছে। দলের নির্দেশনা না মেনে যারা বহিষ্কৃতদের পক্ষে কাজ করবে তাদেরকেও বহিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে তিন বিদ্রোহী প্রার্থীদের চিঠি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌছেছে। চিঠিগুলো আজকের বিদ্রোহী প্রার্থীদের কাছে পাঠানো হবে। বহিষ্কার হওয়ার পর থেকে বহিষ্কৃতরা দলীয় কোন পদবী ব্যবহার করতে পারবে না বলে জানান তিনি।