[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

জনগণের চাহিদা ভিত্তিতে উন্নয়ন করা হবে- চেয়ারম্যান বিধান চাকমা

৬১

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় অধিকাংশ এলাকা দূর্গম ও পশ্চাৎপদ। এর মধ্যে আইমাছড়া ইউনিয়নের ঠেগা খুব্বাং, চান্দবীঘাট এলাকা, কালাপুনাছড়া, আন্দারমানিক, করল্যাছড়ি, কুদুছড়া, পেরাছড়া সহ বেশ কয়েকটি গ্রাম দূর্গম ও পশ্চাৎপদ এলাকা হিসেবে চিহ্নিত।

এসব প্রত্যন্ত এলাকায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন তত্বাবধানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর নেতৃত্বে ১৭জন সদস্য ভারত সীমান্তবর্তী এলাকা ঠেগা খুব্বাং ও আন্দারমানিক এলাকায় সফর করেছেন। এসময় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন বরকল উপজেলা প্রতিনিধিদল।

মঙ্গলবার (৬ডিসেম্বর) সকালে আইমাছড়া ইউনিয়ন পরিষদ ও আন্দারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত উপজেলার বিভিন্ন সার্বিক উন্নয়ন মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা। আন্দারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিতালি চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাসেল চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম,আইমাছড়া ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান সুবিমল চাকমা,১৭৫ করল্যাছড়ি মৌজা হেডম্যান রাজেশ দেওয়ান প্রমূখ।

বক্তারা বলেন,দূর্গম এলাকার জনসাধারণে অর্থনৈতিক দূরাবস্থা,শিক্ষা অনুন্নত,পানীয় জলের সমস্যা, যোগাযোগ সমস্যা সহ বিভিন্ন সমস্যায় মানবেতর জীবনযাপন করছে নিজ চোখে না দেখলে বুঝাই যেতো না বলে মন্তব্য করেন মোঃ জসিম উদ্দিন। আর দেশের নাগরিক ও মৌলিক অধিকার হিসেবে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা লাভের অধিকার রয়েছে। সেক্ষেত্রে প্রত্যন্ত এলাকায় শিক্ষার মানন্নোয়নে সহযোগিতা থাকবে বলে মন্তব্য করেন মোঃ আব্দুস সালাম।

এছাড়াও আন্দারমানিক ও করল্যাছড়ি এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত রাস্তার ইটসলিং করা,বাজারঘাটে সিঁড়ি নির্মাণ,আন্দারমানিক এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপন,পাড়া কেন্দ্র প্রতিষ্ঠা,পানীয় জলের সুব্যবস্থা করা সহ মৌলিক বিষয়গুলো তুলে ধরে দাবী জানান এলাকাবাসী।

পেরাছড়া গ্রামে একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক স্থাপন,বাজারছেদ উন্নয়নের সুব্যবস্থা প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন পেরাছড়া এলাকার বাসিন্দা রিপন চাকমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, প্রত্যন্ত এলাকায় বসবাসরত জনসাধারণ মানবেতর জীবনযাপন করছে স্বশরীরে এসে তা অনুভব করছি। না আসলে বুঝার সুযোগ থাকতো না। আর প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনীয় মৌলিক বিষয়গুলো গুরুত্ব রেখে ভবিষ্যতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

বিধান চাকমা বলেন, জণগণের চাহিদা পূরণ করতে পারাটাই হলো জনপ্রতিনিধিদের স্বার্থকতা। আশান্বিত নয়, সহযোগিতা দেয়ার চেষ্টা করা হবে। প্রত্যন্ত,পশ্চাৎপদ ও অনুন্নত অঞ্চল হিসেবে সকলের শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। তবে জনগণের চাহিদাভিত্তিক উন্নয়নের চেষ্টা করা হবে বলে উল্লেখ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।

এসময় আন্দারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ শিক্ষকবৃন্দ,আইমাছড়া ইউপি বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ,প্রথাগত নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে আইমাছড়া ইউনিয়নে তিন ওয়ার্ডে ১শ ৫ জন শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ ও আন্দারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২২ শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।