থানচিতে ৪ ইউপিতে প্রতীক বরাদ্দ সম্পন্ন
॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানে থানচিতে ইউপি নির্বাচনে উপজেলা চার ইউপিতে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসন, সাধারণ সদস্য মেম্বার পদে প্রতীক বরাদ্দ দেয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টায় মধ্যে চার ইউপিতে ১২ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের ৩৩ জন ও ১১২ জনের সাধারণ সদস্য মেম্বারদের প্রতীক বরাদ্দ দেন উপজেলা নিয়োগপ্রাপ্ত রির্টানিং তিন অফিসার।
উপজেলা তিন রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, থানচির ইউপি নির্বাচনে ২নং তিন্দু ইউপিতে বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান অলসেন ত্রিপুরা মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়াও ২ ইউপিতে ৪ জন সাধারণ সদস্য মেম্বার পদে মনোনয়ন প্রত্যাহার করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনে থানচির ১নং রেমাক্রী ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক বর্তমান চেয়ারম্যান মুইশৈথুই মারমা ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক চসিংমং মারমা। ২নং তিন্দু ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক বর্তমান চেয়ারম্যান মংপ্রুঅং মারমা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক ভাগ্যচন্দ্র ত্রিপুরা, চশমা প্রতীক থোয়াইসিং মং মারমা ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মংসাই মারমা।
উপজেলা ৩নং থানচি সদরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক অংপ্রু ম্রোঃ, বিদ্রোহী প্রার্থীর হিসেবে থাকছেন চশমা প্রতীকের বর্তমান চেয়ারম্যান ও মৌজা হেডম্যান মাংসার ম্রোঃ ও স্বতন্ত্র প্রার্থীর হিসেবে আনারস প্রতীকের ক্রাপ্রুঅং মারমা।
৪নং বলিপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক বর্তমান চেয়ারম্যান জিয়াঅং মারমা, জনগনে মনোনীত স্বতন্ত্র প্রার্থীর হিসেবে আনারস প্রতীক সাবেক চেয়ারম্যান ক্যসাউ মারমা ও চশমা প্রতীকের বর্তমান মেম্বার মংক্যসিং মারমা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও থানচির চার ইউপিতে সংরক্ষিত মহিলা আসনের ৩৩ জন ও ১১২ জন সাধারণ সদস্য ইউপি মেম্বার পদে প্রতীক বরাদ্দ দেয়ার হয়েছে।
এবিষয়ে ইউপি নির্বাচন কর্মকর্তা তরুন কুমার চাকমা জানান, নির্বাচন কমিশনের ঘোষিতনুযায়ী ৪র্থ ধাপে থানচিতে ইউপি নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, অবাধ সুস্থ নিরপেক্ষ ইউপি নির্বাচনে সকল প্রকার পরিস্থিতির নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীসহ সহযোগীতায় ও অংশগ্রহন মূলক নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে নির্বাচনী কাজ নিরলস ভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি বলে জানান তিনি।