থানচিতে ইউপি নির্বাচন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর নিজ মাতৃভাষায় নির্বাচনী পোস্টার
॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
নির্বাচন কমিশনের ঘোষিত তফসীলের অনুযায়ী ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে বান্দরবানে থানচিতে ৪টি ইউনিয়নের আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ইউপি নির্বাচনকে ঘিরে উপজেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নির্বাচনে অংশ গ্রহনে তারা নির্বাচনে প্রচারের জন্য স্ব-স্ব মাতৃ ভাষায় পোষ্টার প্রকাশ করে ভোটের মাঠে ভোটারদের নজর কারার চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানে থানচি উপজেলার ৪টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ১নং রেমাক্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মুইশৈথুই মারমা বাংলা পাশাপাশি ম্রোঃ ও মারমা ভাষায় পোষ্টার তৈরী করছেন।
আরো জানা যায়, তার মতো অনেক প্রার্থী তৈরী করছে ভিন্ন ভাষার নির্বাচনী পোস্টার। এই উপজেলায় ভিন্ন ভাষায় পোস্টার তৈরীর রীতি নতুন নয়, এর আগে জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা বিভিন্ন ভাষায় নির্বাচনী পোস্টার ও লিফলেট তৈরী করে নির্বাচনী প্রচার করে আসছেন।
এদিকে ইউপি নির্বাচনে থানচি’র ৪ ইউপিতে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্যা ও সাধারণ সদস্য প্রার্থীদের কোন অভিযোগ ছাড়া বৈধ করে নির্বাচন কমিশনে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা তিন রিটার্নিং অফিসার ১৩ জন চেয়ারম্যান, ৩৩ জন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ও ১১৬ জন সাধারণ আসনের প্রার্থীদের বৈধ ঘোষনা করা হয়। এরমধ্যে ২ ইউপিতে একক প্রার্থীর মনোনয়ন পত্র জমাদানের ৩ জন ইউপি সদস্যদেরকে বিনা প্রতিদ্বন্ধিতায় ইউপি সদস্য হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
এবিষয়ে ১নং রেমাক্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মুইশৈথুই মারমা বলেন, ইউপি নির্বাচনে প্রচারের জন্য তিন সম্প্রদায়ের ভাষায় পোস্টার করেছি। অত্র ইউপিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের বয়স্ক লোকজন যেন নিজ নিজ ভাষায় বুঝতে পারে মূলত এজন্য ভিন্ন ভিন্ন ভাষায় পোস্টার ছাপানো হয়েছে।
তিনি আরো বলেন, ২য় বারের মতো ইউপি নির্বাচনে নির্বাচিত হয়ে থানচির দুর্গম রেমাক্রী ইউনিয়নের সর্বস্তরের জনগণের পাশে থেকে উন্নয়ন কর্মকান্ড কার্যক্রম ও সেবাদানের নিয়োজিত অব্যাহত রাখতে সকলে নিকট আর্শীবাদ চান।
এ বিষয়ে থানচি উপজেলার নির্বাচন কর্মকর্তা তরুন কুমার চাকমা বলেন, পাহাড়ে বিভিন্ন জাতি গোষ্ঠির বসবাস, তাই নির্বাচনের বিষয় বুঝার জন্য প্রার্থীরা স্ব-স্ব ভাষা ছাড়াও বিভিন্ন ভাষায় পোস্টার তৈরী করেন। অন্য ভাষায় পোষ্টার তৈরী করতে নির্বাচনী আইনে কোন বাঁধা নেই।
তিনি আরো বলেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ট নির্বাচনের জন্য স্থানীয় নির্বাচনে নির্বাচন কমিশন ঘোষিত আগামী ২৬ ডিসেম্বর তারিখে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।