নানিয়ারচরে যুব রেড ক্রিসেন্ট এর আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালন
॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলায় যুব রেড ক্রিসেন্ট এর আয়োজনে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে। রবিবার (০৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামের কক্ষে উপজেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান মোঃ রায়হান হোসেনের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার সহ উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্ধরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিভিন্ন সময়ে নানিয়ারচর উপজেলায় দূর্যোগ মূহুর্তে স্বেচ্ছায় শ্রম দেওয়া যুব রেড ক্রিসেন্ট সদস্যদের বহুল প্রশংসা করেন। বর্তমানে মহামারি করোনাভাইরাসের সময় মানবতার সেবায় বিশ্বব্যাপী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশের স্বেচ্ছাসেবকরা। করোনায় কাজ হারানো দুস্থ ও অসহায়দের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন তারা। এছাড়া প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ক্রান্তিকালে সচেতনতা তৈরিতে সবার আগে স্বেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়ে কাজ করেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে সারা বিশ্বে স্বেচ্ছাসেবীদের অবদানের কথা সর্বত্র তুলে ধরা, যে কোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে তাদের দক্ষ করে গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরে নাগরিকদের স্বেচ্ছাসেবায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যে এ দিবস পালন করা হয়