[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে ‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যত’ প্রকল্পে মিডিয়া সম্পৃক্তকরন সভা অনুষ্ঠিত

৯০

॥ পলাশ চাকমা ॥

রাঙ্গামাটিতে ইউরোপিয়ান ইউনিয়ন ও সিমাভীর অর্থায়নে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর আয়োজনে টংগ্যা, প্রোগেসিভ, উইভ, হিল ফ্লাওয়ার কর্তৃক ‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যত’’ মিডিয়া সম্পৃক্তকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে জেলা সদরের টংগ্যা আয়োজিত সভায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রজেক্ট ম্যানেজার সঞ্জয় মজুমদার এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

টংগ্যা কর্তৃক বাস্তবায়িত ‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যত (ওএলএইচএফ) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুকান্ত চাকমা সঞ্চালনায় সভায় প্রকল্প সম্পর্কে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের ট্রেইনার রিমি চাকমা ।

এসময় টংগ্যা’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডাঃ পরেশ খীসা, প্রোগেসিভ নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট (উইভ)’র নির্বাহী পরিচালক নাই প্রু মেরী মারমা ,হিল ফ্লাওয়ারের প্রজেক্ট ম্যানেজার প্রীতি রঞ্জন তনচঙ্গ্যাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সিমাভী, নেদারল্যান্ড ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ তিন পার্বত্য জেলায় ১২ হাজার কিশোরী ও রাঙ্গামাটি জেলার নয় উপজেলায় ১২০টি ক্লাবের মাধ্যমে ১২শত কিশোরী ও যুব নারী (১৫-২০) বছর যৌন, প্রজনন ও স্বাস্থ্য অধিকার, মাসিক (পিরিয়ড) ব্যবস্থাপনা, ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা দুরীকরণে কিশোরীদের ক্ষমতায়ন বিষয়ে কাজ যাচ্ছেন বলে অবহিত করেন। বক্তারা আরো বলেন, প্রত্যন্ত এলাকার মানুষ যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন নয় তাই তারা ভাষাগত প্রতিবন্ধকতায় স্বাস্থ্য সমস্যা বাংলায় বলতে পারে না একারনে অনেকে ডাক্তার এর কাছেও আসে না বলে তারা উল্লেখ করেন।

এছাড়াও মাসিক (পিরিয়ড) বান্ধব টয়লেট কার্যক্রমটির উপর গুরুত্ব আরোপ করে কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য, স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা দুরীকরণে কিশোরীদের ক্ষমতায়ন বিষয়ে সংস্থার কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়াও কিশোরীরা যাহাতে পিরিয়ডের সময় স্যারনীটারী প্যাড ঘরে বসে তৈরী ও ব্যবহার করতে পারে তার জন্যও প্রশিক্ষণ দেয়া হয় বলে উল্লেখ করেন।

‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যত’ প্রকল্পের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দরা।