ঐক্যবদ্ধ থাকলে চুক্তি পূর্ণ বাস্তবায়ন করা হবে : দীপংকর তালুকদার এমপি
॥ নিজস্ব প্রতিবেদক ॥
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছি। সুতারাং,ঐক্যবদ্ধ থাকলে চুক্তি পূর্ণ বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে সেনা রিজিয়নের উদ্যোগে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২ যুগ পূর্তির উপলক্ষে বিশেষ নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি রিজিনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান,পিএসসি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি শাখা ডিজিএফআই এর অধিনায়ক কর্ণেল সলমন ইবনে এ রউফ, রাঙ্গামাটি বিজিবি’র সেক্টর কমান্ডার মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার মীর মোদ্দাছছ্রে হোসেন,অতিরিক্তি পুলিশ সুপার মাহমুদা খাতুন এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রীতি প্রসূন বড়ুয়া।
এর আগে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২ যুগ পূর্তি উপলক্ষে দুপুর ২টা থেকে পার্বত্য রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনারস্থ কাপ্তাই হ্রদে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।