আলীকদমে শান্তি চুক্তি’র দুই যুগপূর্তি পালিত
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে ২৩ বীর আলীকদম সেনা জোন এর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পার্বত্য শান্তি চুক্তির ২৪বছর পূর্তি উপলক্ষে মেডিকেল ক্যাম্প ও আলোচলনা সভাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর ) সকালে আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে ২৩ বীর আলীকদম সেনা জোনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শান্তি চুক্তি দুুই যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভায় আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শেখ আব্দুল্লাহ আল ফারাবি। বিশেষ অতিথি হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মা,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দন সরকার, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ লামা-আলীকদমের ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আালীকদম জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, শান্তিচুক্তির আগে পার্বত্য চট্টগ্রামে পাকা সড়ক ছিল ৪৫ কিলোমিটার সরকার শান্তি চুক্তির পর পাকা সড়ক করেছে ১৫ শ’ কিলোমিটারের অধিক। পার্বত্য অঞ্চলে ৫শ’এর অধিক স্কুল স্থাপন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করছে সরকার। আলীকদম সেনা জোনের তত্বাবধানে সদরে একটি মুরুং ছাত্রাবাস পরিচালনা করা হচ্ছে, লামায় একটি ম্রো ছাত্রাবাস শীঘ্রই বাস্তবায়ন করা হবে। লামা-আলীকদমে সেনাবাহিনী অধীনে অসংখ্য স্কুল স্থাপন,দরিদ্র শিক্ষার্থী,দুস্থ রোগীদের চিকিৎসা ক্ষেত্রেও আর্থিক সহায়তা প্রদান করছে ও করে যাবে আলীকদম সেনা জোন। তিনি আরও বলেন,সন্ত্রাসীদের একবিন্দু বালি পরিমান ছাড় দেওয়া হবে না। আলীকদম জোনের আওতাধীন কোন এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান নেই।
আলোচনা শেষে শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করেন আলীকদম সেনা জোন।