[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদানরাজস্থলীর বাঙ্গালহালিয়াতে উক্য চিং মারমার সৎকার সম্পন্ন
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৫৪

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বর্তমান সরকার আইনী উদ্যোগের পাশাপাশি ক্ষমতায়নে দৃশ্যমান পরিবর্তন হয়েছে। দেশের তৃণমূল থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত জনপ্রতিনিধি হিসেবে নারীদের অংশগ্রহণ অবাধ করা হয়েছে। শিক্ষা এবং সরকারি চাকুরীতে যথাযথ মর্যাদা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার স্বীকৃতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাই নারীর সক্ষমতা অর্জন এবং সক্ষমতায়নে ইউএনডিপিসহ দাতা সংস্থা এবং এনজিও সমূহের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সোমবার (২৯নভেম্বর) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২৫ নভেম্বর থেকে ১০ডিসেম্বর ১৬দিনব্যাপী জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে কর্মযজ্ঞ-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ ১৬দিনের কর্মযজ্ঞটি আয়োজন করেন বিভিন্ন এনজিও সংস্থা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-ইউএনডিপি এবং স্থানীয় বিভিন্ন এনজিও সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি কে এইচ এম এরশাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা এবং ইউএনডিপি’র জেলা প্রতিনিধি সুযশ চাকমা।

এর আগে সভার শুরুতে ধীনা ড্যান্স একাডেমীর শিল্পীদের পরিবেশনায় নারী জাগরণী সংগীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করা হয়।