কাপ্তাই পপুলার বীমার মেয়াদউত্তীর্ণ চেক বিতরণ ও মাসিক সভা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ (তাকাফুল ইসলামী বীমার) কাপ্তাই শাখার মেয়াদ উত্তীর্ণ চেক বিতরণ ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকালে নতুন বাজার শাখায় ৪লাখ ২০হাজার ২টাকার মেয়াদউত্তীর্ণ চেক বিতরণ করা ।
বিতরণ ও মাসিক সভায় সভাপতি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির কাপ্তাই শাখার ইনচার্জ দিদারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্সঃ কোঃ লিঃ প্রকল্প পরিচালক মোঃ ফরিদ উদ্দিন নিজামী। বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম সার্ভিস সেল ও প্রকল্প ইনচার্জ মোঃ বেলাল উদ্দিন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন ও এজিএম তোফাজ্জল হোসেনসহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন,সকল ব্যাংক বামী সরকারের নিয়ম-নীতি অনুযায়ী পরিচালিত হচ্ছে। তিনি সকলকে একটি করে বীমা করার পরামর্শ দেন।এসময় ৫জন গ্রাহক আগ্রাহ হয়ে ১২লাখ ৮৮হাজার টাকার নতুন বীমা করেন।