পরামর্শ ফর্দ দিতে যাইয়া যদি কোন জেটা-জেঠি মরিতো তাহা হইলে আম-ছালা দুইটাইতো ফাঠিতো
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত শুরু। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…
জুলু জেঠা কহিলো, নানা চিন্তা অচিন্তা নাভিশ্বাস লইয়া এইবার পার্বত্য চুক্তির চব্বিশতম বর্ষপূর্তি পালন করিবে চুক্তি স্বাক্ষরদাতা পুতিষ্ঠান। আমাগো সরকারী দল আমামীলীগ সগ তাঁগো অংগসংগঠন হইহুল্লো করিয়াই চুক্তির বর্ষপূর্তি পালন করিবে। চুক্তি ২৪ বছর পার করিতে থাকিলেও হেই দেনা পাওয়ানার আভিযোগ লাগিয়াই রহিয়াছে। চুক্তি লইয়া আমাগো দেশের বিশিষ্ট সাতাইশ জেটা-জেঠির দল পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০’র বহাল রাখিয়া পূর্ণ বাস্তবায়ন না হইলে সরকার তথা বাংলাদেশের অর্জিত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের উজ্জ্বল ভবিমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে, জাতিসংঘের হ¹ সংস্থার কাছে প্রশ্নবিদ্ধ হইবার আশঙ্কা করিয়াছে। কথা হইলো চুক্তি লইয়া আর মাতামাতি না করিয়া ভালামন্দ ব্যবস্থা লওনের দরকার না হইলে ঝুলিয়া থাকিলে জেঠা-জেঠিরাও লটকিয়া থকিবে, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলো, কাপ্তাই চাইর নম্বর ইউনিয়নের সদস্য সজিব হত্যার আসামীরে পুলিশ শেষ মেষ সিলেট হইতে আটক করিয়াছে। গেল বিশুধবার অভিযান চালাইয়া এই আসামীরে আটক করিতে সক্ষম হইয়াছে পুলিশ। থানার জেঠারা কহিলেন এই হত্যা মামলার ঘটনায় ৯জন আটক হইয়া এখুন জেলে রহিয়াছে। যা মনে হইতেছে ইউপিতে বহু তেল-ঘি রহিয়াছে না হইলে নির্বাচন লইয়া জেঠা-জেঠির এত্ত তাফালিং ক্যান, চিন্তায় আছি…
হ্লা জেঠা কহিলো, বান্দরবানের রোয়াংছড়ির চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আট নম্বর ইউনিয়নের চেয়ারমন পদে এইবার মাশৈখিং মারমা নামের এক যুবতী ফরম কিনিয়াছেন। এই ঘটনা লইয়া বহুতে নানান স্থানে আড্ডা জমাইয়াছে। কথা হইলো যুবকরা থাকিলে হইবে না যুবতিরাও আসিতে হইবে জনসেবার পদপদবীতে। তয় ভয় হইলো যুবকগোর পাশাপাশি যুবতিরাও যদি মারামারিতে জড়াইয়া যায় হাসির খেরাকও হইবে, চিন্তায় আছি…
হাশেম জেঠা কহিলো, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক ডাক্তাররে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)’র সনদ না থাকনের কারনে আমাগো ম্যাজিস্ট্রেট জেঠা দশ হাজার টাকা জরিমানা করিয়াছেন। তাইনে সনদ ছাড়া মা মেডিকেল হলে বসিয়া রুগীরে পরামর্শ করিতেছেন নিয়মিত। কথা হইলো জেঠার হ¹ল ঠিক আছে তয় নিজের রুটি রুজি ঠিক রাখিতে হইলে আইনওতো ঠিক রাখিতে হইবে। পরামর্শ ফর্দ দিতে যাইয়া যদি কোন জেটা-জেঠি মরিতো তাহা হইলে আম-ছালা দুইটাইতো ফাঠিতো, চিন্তায় আছি…
রঞ্জন জেঠা কহিলো, শহরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়ায় গোপন সংবাদ পাইয়া অভিযান চালাইয়া হেইখান হইতে বেশ কিছু অস্ত্র, গুলি, চাঁন্ধার রসিদ উদ্ধার করিয়াছে। তয় ঘটনার টের পাইয়া সন্ত্রাসীরা পলাইয়াছে। যা মনে হইতেছে সন্ত্রাসীরাও গোপনে আকাম করিতেছে, চিন্তায় আছি…
হোসেন জেঠা কহিলো মানিকছড়ির গাড়ীটানা নেছারিয়া ইসলামী মাদ্রসার ১৬ শিক্ষার্থীর টাকা পইসা আত্মাসাত করিয়া শেষমেষ পোলামাইয়ারা দাখিল পরীক্ষার সিটে বসতে পারেন নাই। এইসব লইয়া হেইখানে অভিভাবক-মিক্ষক শিক্ষাথীগোর মইধ্যে মহা ক্ষোভ জমিয়াছে। মাদ্রাসার সুপার মাহমুদুল হাসান নানান তালবাহানা দেখাইয়া ষোল শিক্ষার্থীরে শেষ করিতে বসিয়াছে। এই ঘটনা লইয়া যেই কোন সময়ই ঐ সুপার জেঠার বিরুদ্ধে মামলা দাখিল হইতে পারে। তয় আমাগো ইউএনও তামান্না জেঠার যত দ্রুত সম্বব কড়া ব্যবস্থা লওনের দরকার, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলো, কাপ্তাই উপুজিলায় বন্য হাতির তান্ডব নিরসনে বন বিভাগ আর ইউএনও জেঠি প্রচার প্রচারণা চালাইয়াছে। গেল বুধবার বিকালে বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালানো হইয়াছে। বহুত জেঠা-জেঠি কহিলো হাতির অত্যাচারে তাইনেগোর ঘুমও হারাম হইয়া যাইতেছে। কথা হইলো বন বনায়ন ধ্বংসে যেই তান্ডব চলিতেছে বন বিভাগ আর প্রশাসনের হেইসব তান্ডব বন্ধ করনের প্রচার দরকার, চিন্তায় আছি…
রফিক জেঠা কহিলো, লামা উপুজিলার এক বাজারে দোকানের সাঁটারে বিড়াল আটকিয়া মহা জটলা বাঁন্ধিয়াছে। গেল সমবার এক দোকানীর কম্পিউটার ঘরে এই কান্ড। বহুতে বিড়ালটি উদ্ধার করিবার চেষ্টা না করিয়া আলম জেঠা হুট করিয়া পুলিশের টানা তিন নম্বর নাইন এ ফোন করিয়া দিলে ফায়ার সার্ভিসের দল বিড়ালটিরে উদ্ধার করিয়া অবমুক্ত করে। এই ঘটনা লইয়া বহুতে হাসিলে কামের কাম হইলো ঐ ৯৯৯ নাম্বারে ফোন দিলেই দ্রুত সেবা পাইবে। তয় কেউ যাহাতে ভুয়া ফোন না দেয় সেই দিকে খেয়াল রাখিতে হইবে, চিন্তায় আছি…
ছেড়ি জেঠা কহিলো, বান্দরবানের রোয়াংছড়ির তালুকদার পাড়ায় অস্ত্রধারীরা গুলি করিয়া উথোয়াইনু মারমা (৪২)রে হত্যা করিয়াছে। গেল মঙ্গলবার সন্ধ্যায় এই অঘটন ঘটাইয়াছে। পুলিশ জেঠারা কহিলো ঘটনার সময় তাইনে বাসায় খাবার খাচ্ছিলো। এইফাঁকে কিছু অস্ত্রধারী এলাপাতারি গুলি করিলে ঘটনাস্থালেই পরপারে। তাঁর সহধর্মীনীও গুলিবিদ্ধ হইয়াছে। কি কারনে এই অঘটন ঘটিয়াছে কেহই টের পাইতেছেনা, চিন্তায় আছি…
আবার আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবৃত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। যোগ হইয়াছে ইউপিতেও ফটাফাটি। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…
ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
২৮ নভেম্বর, ২০২১ খ্রিঃ