কাপ্তাইয়ে ইউপি সদস্য সজিব হত্যার আসামি সিলেট থেকে গ্রেপ্তার
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই ৪নম্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য হত্যার আসামি আব্দুল মালেক ফকির (৬৬) কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫নভেম্বর) কাপ্তাই থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামি রাঙ্গামাটি আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, সম্প্রতি ইউপি সদস্য সজিবুর রহমান সজিবকে হত্যার অভিযোগে মামলার আসামি আব্দুল মালেক ফকির গ্রেপ্তার এরাতে পলাতক ছিল। কাপ্তাই থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট জেলার গোয়াইনঘাট এলাকা হতে বুধবার (২৪নভেম্বর) উক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এনিয়ে মোট ৯জনকে গ্রেপ্তার করে পুলিশ।