দীঘিনালায় পল্লী উন্নয়নে সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
সমবায় সমিতির সঞ্চয় জমা মাধ্যমে দারিদ্র বিমোচন করা সম্ভব খাগড়াছড়ি দীঘিনালায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আাওতাধীন উপজেলার সমবায় সমিতির সমবায় ও সুফলভোগী সদস্যদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) দীঘিনালা উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, খাগড়াছড়ি জেলা পল্লী উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ কামাল হোসেন, দীঘিনালা পল্লী উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকারিয়া চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নুরে আলম ছিদ্দিকী, দীঘিনালা পল্লী উন্নয়ন বোর্ডের ডাইরেক্ট মোঃ সোহেল রানা প্রমূখ।
প্রশিক্ষণে উপজেলার ৩০টি সমবায় সমিতির নারী পুরুষ অংশ নেয়। এতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে লাভজনক ফসল উৎপাদন সম্পর্কে ধারনা দেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম ছিদ্দিকী। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টি ও মাদক নিয়ন্ত্রন বিষয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে সমাবায় সমিতি ও দলের ভূমিকা বিষয়ে আলোচনা করেন, প্রকল্প পরিচালক মোঃ কামাল উদ্দিন, কোভিড-১৯ ভাইরাস ও সম্পদের অপচয়রোধে সচেতনতা বিয়ষে আলোচনা করেন উপ-পরিচালক মোঃ দেলোয়ার হোসেন।