দীঘিনালায় কবাখালী কিন্ডার গার্টেন স্কুলে ৫ম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় সংর্বধনা
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী কিন্ডার গার্টেন স্কুলে ৫ম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান করা হয়েছে।
সোমবার(২২নভেম্বর) সকালে কবাখালী কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে বিদায় ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি মোঃ কাশেম।
এসময় কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, কবাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মফিজুর রহমান, উপজেলা যুবদলে সভাপতি মোঃ মোতালেব হোসেন, কবাখালী হিল ভিডিপি‘র প্লাটুন কমান্ডার মোঃ আমির হোসেন দুলাল, ইউপি সদস্য মোঃ সুমন জলিল, মোঃ জয়নাল আবেদীন, কবাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ শামসু মিয়া, ব্যবসায়ী সমাজ সেবক মোঃ আলী প্রমূখ।
বক্তরা বলেন, কবাখালী কিন্ডান গার্টেন স্কুল ২০০২সালে প্রতিষ্ঠান পর থেকে সুনামের সহিত প্রাথমিক শিক্ষা সমাপনী ফলাফলা করেছে। ২০১৮সালে ৬জন জিপিএ-৫ পেয়েছে আর ২০১৯ সালে ৩জন জিপিএ- ৫ পেয়েছে। শিক্ষার প্রচারে কবাখালী কেজি স্কুল এর শিক্ষরা নিরলস ভাবে কাজ করে যাছে। করোনা পরিস্থিতি কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এখন আবার পুনরায় ক্লাস চালু হচ্ছে পরীক্ষাও হচ্ছে আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করানোর জন্য আহবান করছি। ভাল প্রতিষ্ঠানে থেকে শিক্ষা অর্জন করলে আপনাদের ছেলে মেয়েরা ভাল কিছু করতে পারবে। পরে আলোচনা সভা শেষে জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্মৃতি স্বারক মগ তুলে দেয়া হয়।