[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণনারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকল মডেল থানা কর্মকর্তাকে শ্রেষ্ঠ অফিসার সম্মাননায় ভূষিত

৬৮

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

রাঙ্গামাটি বরকল উপজেলায় সংঘটিত নানান অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্বশীল হয়ে ভূমিকা পালন করেছেন বরকল থানা কর্মকর্তা। এইজন্য জেলার মাসিক ক্রাইম কনফারেন্স সভায় মানদণ্ডে রাঙ্গামাটি’র ১০ উপজেলার ১২টি থানার মধ্যে বরকল মডেল থানা শ্রেষ্ঠ থানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন শ্রেষ্ঠ অফিসার সম্মাননায় ভূষিত করা হয়েছেন।

গত রোববার বরকল থানা, রাঙ্গামাটি নামীয় সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পেইজের মাধ্যমে এই তথ্য সম্পর্কে জানা যায়। বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মান পাওয়ায় থানার পুলিশ সদস্যদের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মীর মোদদ্াছের হোসেনকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওসি মোঃ জসিম উদ্দিনকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এদিকে,রাঙ্গামাটি জেলার মধ্যে বরকল থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশ সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এ ব্যাপারে বরকল মডেল থানার এসআই অভি গুপ্ত জানান,বরকল অফিসার ইনচার্জ আইনশৃঙ্খলা বিষয়ে খুবই সচেতন এবং থানার যোগ্য অভিভাবক। তার কর্মদক্ষতা ও কৃত কাজের জন্য রাঙ্গামাটি জেলার মধ্যে তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ভূষিত করা হয়েছে। তার এই অর্জন বরকল থানার সকল পুলিশের জন্য গর্ব। এভাবেই কাজের মূল্যায়ণ করা হলে পুলিশ সদস্যদের কাজে আরও দ্বিগুণ আগ্রহ বেড়ে যায়। আর পুলিশ বাহিনীর আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম গতিশীল করতে ভবিষ্যতে এ ধারা যেন বজায় থাকে এমন প্রত্যাশা করেন এসআই অভি গুপ্ত।