বরকল ইউনিয়নে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
পুলিশ জনতা,জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল মডেল থানা ও বীট পুলিশিং ফোরামের উদ্যোগে সামাজিক শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ নভেম্বর ) সকালে উপজেলার বরকল বাজারে এ সভা আয়োজন করা হয়।
সভার শুরুতেই বীট পুলিশিং সমাবেশ আয়োজন করা হয়।
বরকল মডেল থানার এস.আই মোঃ আতিকুজ্জামান এর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এস.আই মোঃ মোজাম্মেল হোসেন,বরকল মডেল থানার এস.আই কবির হোসেন প্রমূখ।
এসময় বরকল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু বক্কর, ব্যবসায়ী উজ্জল ত্রিপুরা সহ বরকল মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ, স্থানীয় মেম্বার,বাজার কমিটির সভাপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।