গান হইলো এক খাটে জেঠি আরেক খাটে জেঠা মাঝখানে করোনা বয়ে বয়ে যায়
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে আবারো হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইতেছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কারমতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তাই তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের কথা লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ারার দেয়া ব্লেক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দু চারটি কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অমানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই শুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুতেও পারে না। মানুষের দেহে থাকা ভাইরাসগুলোর মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বাদ। যত নষ্টের মূল হইলো করোনা। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখবো, পাহাড় নদী নালা দেখবো। আমি জেঠাযে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…
আমাগো সোনা জেঠা কহিলেন, রামগড়ে ফারুক হত্যার আসামীকে পুলিশ ফান্দে ফেলিয়া জেলে ভরাইয়াছে। পায়ের সাথে পা লাগিয়া ঝগড়ার বিপরীতে এই হত্যাকান্ড ঘটনাইয়াছে বলিয়া আসামী মৃদুল জেঠা আদালতে স্বীকারোক্তি দিয়াছে। তথ্য প্রযুক্তির লাইন ধরিয়া আসামীরে ধরা হইয়াছে গেল শনিবার। কথা হইলো বর্তমান ডিজিটাল যুগে যদি ইঁদুরও গর্ত পাল্টায় সেও ধরা খাইবে। চেষ্টা না থাকিলে পস্তাইতে হইবে, চিন্তায় আছি…
বাঘাইছড়ি উপজেলার সাজেকের বৃদ্ধ দম্পতির জইন্য খাদ্য শষ্য লইয়া কলে পড়য়া সাত ছাত্র শুকনা ছড়ায় হাজির হইয়াছে। এই বাবা-মার জইন্য সাত ছাত্রের এই মানবতা মানুষের মনে কড়া নাড়িয়াছে। আমাগো উপজেলা প্রশাসনের জেঠা-জেঠিরা তাইনেগোরে বয়স্কভাতার আওতায় আনীতে ঘোষনা দিয়াছে। যাউ¹া পাহাড়ের সময় সংবাদ প্রচার করিয়া বৃদ্ধ দম্পতিগোর ভাগ্যে চাকা কিছুটা হইলো ঘুরিলো। কথা হইলো মানবতা থাকিলে মানবিকতার উন্মেষ ঘটে। না থাকিলে সমাজের কষ্ট বারে, চিন্তায় আছি…
আামগো রফিক জেঠা কহিলেন, লামায় ভুমিখোরদের অত্যাচারে অত্যাচারে বহু মানুষ ভিটে মাটি ছাড়া হইতেছে। প্রশাসনকে নালিশ আপত্তি করিলেও অসহায়রা কোন কূল কিনারা পাইতেছেনা। লুটেরার দল তাঁগো বল আর টাকা লইয়া খালি মানুষ উচ্ছেদের পাঁয়তারা চালাইয়া যাইতেছে। এইসবরে বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর হইতে হইবে, চিন্তায় আছি…
গুচ্ছ গ্রামের জেঠা জেঠিরা ভাত কাপড় চোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারমন রাসেলের বিরুদ্ধেঅভিযোগে গণস্বাক্ষর, সংবাদ প্রচার ঘটনার প্রশাসন কি ব্যবস্থা লইয়াছে হাসান জেঠা জানিতে চাহিয়াছে। চেয়রামন জেঠার বিরুদ্ধে বহুত আগেও অভিযোগের লাইন লম্বা আছিল। এইবার খোদ তাঁর বাবাও ছেলে দূর্নীতিবাজ বলিয়া জানাইয়াছে। যাউ¹া পোলার দূর্নীতিতে বাবাও যে অতিষ্ট হেইডা পুরিস্কার হইলো। তয় এই চেয়রামন জেঠার বিচার কি হইতেছে, চিন্তায় আছি…
নুরু জেঠা কহিলেন, আর বএির দৌড়াইতে হইবে না। রাঙ্গামাটি সদর হাসপাতালে করোন পরীক্ষার ল্যব বসিয়াছে। এখন পুরোদমে পরীক্ষাও চলিতেছে। দিনে নাকি দুইশত জনের রক্ত পরীক্ষা করা যাইবে সাথে রিপোর্টও পাইবে। বাইরের কেউ বিপদে পড়িলে আসিতেও পাড়িবে। যাউ¹া, করোনা টেষ্ট করিতে অন্তত চিন্তিত জেঠা-জেঠিগোর খারাপ অবস্থার ভালা হইবে। তয় আমাগো স্বাস্থ্য বিভাগের গা-ফিলতি না থাকিলে করোন এইবার ধরা খাইবেই, চিন্তায় আছি…
রাহুল জেঠা কহিরেন, বান্দরবানের সাংবাদিক জেঠা-জেঠিরা আমাগো প্রধান মন্ত্রীর ঘোষিত প্রনোদনার টাকা পাইয়াছে। সাংবাদিক সমাজ খুশি হইলেও কারো কারো কপালে নাকি প্রণোদনা বাদ গিয়াছে। এই বিষযগুলাইন আমাগো মন্ত্রী জেঠার দেখনের উচিৎ, চিন্তায় আছি…
দেব জেঠা কহিলেন, খাগড়াছড়ির গুই মারার ধর্ষন মামলার আসামী ধরা খাইয়া এখন জেল হাজতে। এক বছরের অধিক সময় পলাইয়া থাকিয়া বহু কষ্টে পুলিশ এই দর্ষককে আটক করিতে সক্ষম হইয়ছে। গেল বুধবার রাইতে ফাঁদ পাতিয়া চট্টগ্রামের হাটহাজারি উপজেলার কাটিরহাট হইতে ধর্সক শ্যাম বাবুকে আটক করিয়াছে পুলিশ। যাউ¹া, এইবার সঠিক বিচার পাইলেই সমাজের মানুষ খুশি হইবে, চিন্তায় আছি…
আলম জেঠা কহিলেন, লংগদু উপজেলার গাউসপুর এলাকার সেতু মেরামত না করিলে তিন ইউনিয়নের সত্তর হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হইয়া পড়িবে। ভাঙ্গা ব্রীজের উপর দিয়া চলাচল করিতেছে হ¹লে। যদি খসিয়া পড়ে ব্রীজ মানুষ একই সাথে হ্রদে ভাসিয়া যাইবে, চিন্তায় আছি…
আলী জেঠা কহিলেন, পাহাড়ের গাঁও গেরামের আর কোন জেঠা-জেঠি চেরাগ লইয়া রাইত কাটাইতে হইবে না। আমাগো প্রধানমন্ত্রী জেঠি হ¹লের পহরের জইন্য সৌরবিদ্যুৎ পৌছাইয়া দিবে। পাহাড়ের উন্নয়নের মহা পুতিষ্ঠান উন্নয়ন বোর্ড এ কাজ চালাইয়া যাইবেন। কথা হইলো সঠিক কাজ হইলে ফঠিকরাও আর বদনামী করিতে পারিবেনা, চিন্তায় আছি…
আলম জেঠা কহিলো শহরের কলেজ গেইট এলাকায় সড়ক বিভাগের জায়গা উদ্ধার করিতে ভ্রাম্যমান আদালত কাজে নামিয়াছে। সড়ক বিভাগ জানাইয়াছে সরকারি জায়গা দখল করিয়া বহুতে ব্যবসা করিয়া আসিলেও এখনো দখল ছাড়ে নাই। স্থানীয় জেঠা জেঠিরা কহিলো সড়ক বিভাগের ত্রিভুজ আকৃতির জায়গাটাওতো বেদখলে তলে তলে বহুতে যোগসাজস করিয়া ভাড়া খাইয়া অন্যেরটা উচ্ছেদ হইলে বাকীরা কেন বাদ যাইবে। যা মনে হইতেছে চোরা কর্মচারীরা সরকারি বেতনও পায় জায়গা ভাড়াদিয়া মাসোয়ারও খায়, চিন্তায় আছি…
রফিক জেঠা কহিলেন, লামায় ম্রো জনগোষ্টির সম্পদ হনন করিতে পুঁজিপতিরা কোমড় বান্দিায় নামিয়াছে। নানান কিচিমের পুঁজপতিরা নানান ফন্দি আঁটাইয়া ক্ষুদ্র এসব জনগোষ্টিরে খালি লেন্সুসের মতন চুষিয়াই যাইতেছে। এইসব লুটেরা পুঁজিপতিগোরে দলে বলে উচ্ছেদ করনের দরকার, চিন্তায় আছি…
তঞ্চঙ্গ্যা জেঠা কহিলেন, আলী কদমের চৈক্ষ্যং ইউনিয়নে ব্রীজ করিলেও জেঠা জেঠিরা এইবার ব্রীজে উঠিতে বাঁশের মই লাগাইয়াছে। লক্ষ লক্ষ টাকার ব্রীজ বানাইয়া যদি মই দিয়া ব্রীজে উঠিতে হয় তয় মাঠিই ভালা আছিল। ব্রীজ হইয়াছে কিন্তু দুই পাশের মাঠি নাই। যা মনে হইতেছে ঠিকাদার কাজের টাকা বুঝিয়া পাইয়া মাটি না দিয়াই পলাইয়াছে, চিন্তায় আছি…
ইন্দ জেঠা কহিলেন, শহরের টেকনিকেল ট্রেনিং সেন্টারে কাইজ কামে বহুত তালগোল চলিতেছে। বস্গোর বিরুদ্ধেও ফস ফস করিয়া কানাঘুষো চলিতেছে। হেই খানে নাকি কাইজ না করিয়াও ভান্ডারের টাকা খরচের খাতায় উঠিয়াছে। যা মনে হইতেছে শহরের এই এক কোনার প্রতিষ্ঠানের প্রতি কারো নজর নাই। এক ছাত্র জেঠাতো কহিলো শক্ত করিয়া হ¹ল হিসাবের তল্লাসী করনের দরকার। যা মনে হইতেছে ট্রেনিং এ ট্রেনিং এ চুরির ট্রেনিংও হইতেছে, চিন্তায় আছি…
আমাগো গান পাগলা এক জেঠার করোনার গান হইলো এক খাটে জেঠি আরেক খাটে জেঠা মাঝখানে করোনা বয়ে বয়ে যায়। জেঠা বিছানায় ছটফট করে এমাথা ওমাথায়। এইডা হইলো করোনার গান। যদি জেঠা-জেঠিগোর মনে ধরে চালাইও রান, চিন্তায় আছি….
ভাইপো রে পার্বত্য এলাকায় আরো কতো কান্ডকারখানা দেখিতে শুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁদাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
৯আগষ্ট, ২০২০ খ্রিঃ
ই-পিসি/আর
মুদ্রণ পত্রিকার জন্য হকারকে বলুন