[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় ভুয়া চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা

৭১

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোঃ জয়নাল আবেদীন (৩০) নামে এক ভুয়া চিকিৎসককে জরিমানা করা হয়েছে। চিকিৎসার বিজ্ঞানে কোন ধরণের অভিজ্ঞতা না থাকলেও দিনের পর দিন জনসাধারণের সাথে প্রতারনা করে আসছেন। শনিবার(২০ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা বাজারের মা মেডিকেল হল নামক ফার্মেসি থেকে এই ভুয়া চিকিৎসক কে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ।

জয়নাল আবেদীন গত ৪ মাস যাবত মাটিরাঙ্গা বাজারের মা মেডিক্যাল হল ফার্মেসিতে রোগী দেখে আসছেন। এছাড়াও তিনি নিজেকে ডিএমএ,বিএইচই স্বাস্থ্য(এমবিএ),বলে পরিচয় দিয়ে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করতেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়,জয়নাল আবেদীন কুমিল্লা মেডিকেল সেন্টারে মেডিকেল সহকারী ও সহকারী সার্জন হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল(বিএমডিসি) কতৃক তার বৈধ কোনো রেজিষ্ট্রেশন না থাকায় এবং মেডিকেল সহকারী হয়েও নিজস্ব প্যাড ব্যবহার করে চিকিৎসা প্রদানের অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল(বিএমডিসি) আইন ২০১০ এর ২২(২) ধারায় জয়নাল আবেদীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনাকালে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন নাথ ও মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ও ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অ.দা) হেদায়েত উল্ল্যাহ বলেন,বিএমডিসি কর্তৃক বৈধ রেজিঃ না থাকলে কোন চিকিৎসক ই নিজস্ব প্যাড ব্যাবহার করে চিকিৎসা দিতে পারেন না। ভবিষ্যতে চিকিৎসক পরিচয়ে প্রাইভেট প্র্যাকটিস না করার জন্য সতর্ক করে দেয়ার পাশাপাশি যাচাই না করে ফার্মেসির মালিক দের ভবিষ্যতে এসব ভুয়া ডাঃ চেম্বার না করতে সতর্ক করে দেন তিনি।