[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণনারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় নমুনা জরিপ পদ্ধতিতে আমন ধান কর্তন

৭৪

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশে খাদ্য পরিকল্পনা এবং ধানের উৎপাদন সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ধানের উৎপাদন তথ্য অর্থাৎ ধান ফসলের অধীন জমির আয়তন, ফলন হার,ও মোট উৎপাদন বিষয়ক সঠিক তথ্যের প্রয়োজনীয়তা ব্যাপক নমুনা জরিপ পদ্ধতিতে আমন ধান কর্তন করা হয়েছে।

শনিবার(২০ নভেম্বর) দীঘিনালা পরিসংখ্যান অফিসের আয়োজনে সারাদেশের ন্যায় দীঘিনালায় নমুনা জরিপ পদ্ধতিতে ধান ফসলের ফলন হার প্রাক্কলন করা হয়।

পরিসংখ্যানিক পদ্ধতি অবলম্বনপূর্বক প্লট নির্বাচন করে নমুনা শস্য কর্তন পরিচালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ধর্ম্মজ্যোতি চাকমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান ডাটা অপারেটর বাবুল চাকমা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো স্থানীয় ও জাতীয় পর্যায়ে তথ্য সরবরাহের লক্ষ্যে পরিসংখ্যানিক পদ্ধতি অবলম্বনপূর্বক ধানের হিসাব প্রাক্কলন করে থাকে। উপজেলা কৃষি অফিস ও উপজেলা পরিসংখ্যান অফিস এর যৌথভাবে এই নমুনা কর্তন করা হয়। বাংলাদেশে নমুনা জরিপ পদ্ধতিতে ফসলের ফলন হার প্রাক্কলন করা হয় যেখানে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্লট নির্বাচন করে নমুনা শস্য কর্তন করা হয়। দীঘিনালা উপজেলায় বিবিএস কর্তৃক নির্বাচিত ৪ টি ক্লাস্টার বা দাগগুচ্ছ রয়েছে। প্রতি মৌসুমে আমন,বোরো,আউশ ধানের নমুনা কর্তন করা হয়।