[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে দুই ইউপিতে নৌকা প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

১৩৮

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটি বরকল উপজেলায় জয় পরাজয়ের মধ্যে সম্পন্ন হয়েছে ২য় ধাপের ইউনিয়ন সাধারণ নির্বাচন। উপজেলার চার ইউপি’র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে চার ইউনিয়নের মধ্যে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন স্বতন্ত্র দুই প্রার্থী। গত বৃহস্পতিবার ১১ নভেম্বর উপজেলা প্রশাসন তথা সেনাবাহিনী, বিজিবি বাহিনী, পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সহযোগিতায় ইউপি নির্বাচনে ভোটগ্রহণ থেকে শুরু করে যাবতীয় কাজ সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা হয়েছে। পরবর্তী শুক্রবার সকল কেন্দ্রের ফলাফল রিটার্নিং কর্মকর্তা হাতে পৌঁছলে সবকিছু যাচাই-বাছাই করে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করতে সক্ষম হয় নির্বাচন অফিস।

নির্বাচন অফিসের ফলাফলে দেখা গেছে, সুবলং ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক পবিত্র চাকমা ও ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকের মোঃ আবুল কালাম কে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী তরুণ জ্যোতি চাকমা বিজয়ী হয়েছেন।

অন্যদিকে,আইমাছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ নাছির উদ্দীন মহারাজ ও হাতপাখা প্রতীক মোঃ ইউসূফ আলীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী সুবিমল চাকমা বিজয়ী হয়েছেন।

আরো জানা যায়,সুবলং ইউনিয়নের ১ নম্বর ধামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১হাজার ২শ।এরমধ্যে নৌকা প্রতীক পবিত্র চাকমা পেয়েছেন ২৭৬, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক তরুণ জ্যোতি পেয়েছেন ৫৫৭ ও হাতপাখা প্রতীক মোঃ আবুল কালাম পেয়েছেন ২ ভোট।এতে বৈধ ভোট ছিল ৮৩৫,বাতিলকৃত ভোট ১৯,মোট ৮৫৪ ভোট এবং শতকরা ৭১.১৭% ভোট কাস্টিং হয়।

২ নম্বর হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার ৯৬২।এরমধ্যে নৌকা প্রতীক পবিত্র চাকমা পেয়েছেন ৩৩০ ভোট, চশমা প্রতীক তরুণ জ্যোতি চাকমা পেয়েছেন ৩৯০ ভোট ও হাতপাখা প্রতীক মোঃ আবুল কালাম পেয়েছেন ১৮ ভোট।এতে বৈধ ভোট ছিল ৭৩৮,বাতিলকৃত ভোট ২২,মোট ৭৬০ ভোট এবং শতকরা ৭৯.০০% ভোট কাস্টিং হয়।

৩ নম্বর মিতিঙ্গ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার ১০৪৩। এরমধ্যে নৌকা প্রতীক পবিত্র চাকমা পেয়েছেন ১৯২ ভোট,চশমা প্রতীক তরুণ জ্যোতি চাকমা পেয়েছেন -৫২৭ ভোট ও হাতপাখা প্রতীক মোঃ আবুল কালাম ভোট সংখ্যা ছিল -০( শূণ্য)। তারমধ্যে বৈধ ভোট ছিল ৭১৯,বাতিলকৃত ভোট ১৫,মোট ৭৩৪ ভোট এবং শতকরা ৭০.৩৭% ভোট কাস্টিং হয়।

৪নম্বর মাইচছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা -১২৫৯।এরমধ্যে নৌকা প্রতীক পবিত্র চাকমা পেয়েছেন ২৩১ ভোট, চশমা প্রতীক তরুণ জ্যোতি চাকমা পেয়েছেন ৬৫৬ ভোট ও হাতপাখা প্রতীক মোঃ আবুল কালাম পেয়েছেন ০২ ভোট।এতে বৈধ ভোট ছিল ৮৮৯,বাতিলকৃত ভোট ২৩,মোট ভোট ৯১২ এবং শতকরা ৭২.৪৪% ভোট কাস্টিং হয়।

৫ নম্বর বাঘাছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা -৯৮৩। এরমধ্যে নৌকা প্রতীক পবিত্র চাকমা পেয়েছেন ২১৮ ভোট,চশমা প্রতীক তরুণ জ্যোতি চাকমা পেয়েছেন -৫০৪ ভোট ও হাতপাখা প্রতীক মোঃ আবুল কালাম ভোট সংখ্যা ছিল -০১।তারমধ্যে বৈধ ভোট ছিল ৭২৩,বাতিলকৃত ভোট ০৮,মোট ৭৩১ ভোট এবং শতকরা ৭৪.৩৬% ভোট কাস্টিং হয়।

৬নম্বর কৈতরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা -৯৮২।এরমধ্যে নৌকা প্রতীক পবিত্র চাকমা পেয়েছেন ১৫১ ভোট, চশমা প্রতীক তরুণ জ্যোতি চাকমা পেয়েছেন ৫৯৪ ভোট ও হাতপাখা প্রতীক মোঃ আবুল কালাম পেয়েছেন ২ ভোট।এতে বৈধ ভোট ছিল ৭৪৭,বাতিলকৃত ভোট ১৭,মোট ভোট ৭৬৪ এবং শতকরা ৭৭.৮০% ভোট কাস্টিং হয়।

৭ নম্বর রকবিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা -১০৭৮। এরমধ্যে নৌকা প্রতীক পবিত্র চাকমা পেয়েছেন ২৫০ ভোট,চশমা প্রতীক তরুণ জ্যোতি চাকমা পেয়েছেন -৫৩৫ ভোট ও হাতপাখা প্রতীক মোঃ আবুল কালাম ভোট সংখ্যা ছিল -০৫।তারমধ্যে বৈধ ভোট ছিল ৭৯০,বাতিলকৃত ভোট ২৫,মোট ৮১৫ ভোট এবং শতকরা ৭৫.৬০% ভোট কাস্টিং হয়।

৮নম্বর পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা -৯৩৭।এরমধ্যে নৌকা প্রতীক পবিত্র চাকমা পেয়েছেন ৪২৩ ভোট, চশমা প্রতীক তরুণ জ্যোতি চাকমা পেয়েছেন ২৮৪ ভোট ও হাতপাখা প্রতীক মোঃ আবুল কালাম পেয়েছেন ০৬ ভোট।এতে বৈধ ভোট ছিল ৭১৩,বাতিলকৃত ভোট ১৫,মোট ভোট ৭২৮ এবং শতকরা ৭৭.৬৯% ভোট কাস্টিং হয়।

৯ নম্বর বরুনাছড়ি জোন সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা -১৪৩৫। এরমধ্যে নৌকা প্রতীক পবিত্র চাকমা পেয়েছেন ৮৯২ ভোট,চশমা প্রতীক তরুণ জ্যোতি চাকমা পেয়েছেন -৩৬ ভোট ও হাতপাখা প্রতীক মোঃ আবুল কালাম ভোট সংখ্যা ছিল -১৩২।তারমধ্যে বৈধ ভোট ছিল ১০৬০,বাতিলকৃত ভোট ১৯,মোট ১০৭৯ ভোট এবং শতকরা ৭৫.১৯% ভোট কাস্টিং হয়।

এদিকে,আইমাছড়া ইউনিয়নের ১ নম্বর নিকসেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৫০২।এরমধ্যে নৌকা প্রতীক মোঃ নাছির উদ্দীন মহারাজ পেয়েছেন ৩৭২ স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক সুবিমল চাকমা পেয়েছেন ১৬ ও হাতপাখা প্রতীক মোঃ ইউসূফ আলী পেয়েছেন ৩০ ভোট।এতে বৈধ ভোট ছিল ৪১৮,বাতিলকৃত ভোট ২,মোট ৪২০ ভোট এবং শতকরা ৮০.৬৭% ভোট কাস্টিং হয়।

২ নম্বর কলাবুনিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার ৬০২।এরমধ্যে নৌকা প্রতীক মোঃ নাছির উদ্দীন মহারাজ পেয়েছেন ৩৬৬ ভোট, আনারস প্রতীক সুবিমল চাকমা পেয়েছেন ৫৯ ভোট ও হাতপাখা প্রতীক মোঃ ইউসূফ আলী পেয়েছেন ৪৬ ভোট।এতে বৈধ ভোট ছিল ৪৭১,বাতিলকৃত ভোট ০৭, মোট ৪৭৮ ভোট এবং শতকরা ৭৯.৪০% ভোট কাস্টিং হয়।

৩ নম্বর রামছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার ৩৩২। এরমধ্যে নৌকা প্রতীক মোঃ নাছির উদ্দীন মহারাজ পেয়েছেন ০৭ ভোট,আনারস প্রতীক সুবিমল চাকমা পেয়েছেন ২৮৮ ভোট ও হাতপাখা প্রতীক মোঃ ইউসূফ আলী ভোট সংখ্যা ছিল- ০ (শূণ্য) ।তারমধ্যে বৈধ ভোট ছিল ২৯৫,বাতিলকৃত ভোট ১,মোট ২৯৬ ভোট এবং শতকরা ৮৯.১৬% ভোট কাস্টিং হয়।

৪নম্বর বগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা -৬৯৭।এরমধ্যে নৌকা প্রতীক পেয়েছেন০৯ ভোট, আনারস প্রতীক পেয়েছেন ৫৪৮ ভোট ও হাতপাখা প্রতীক পেয়েছেন ১ ভোট।এতে বৈধ ভোট ছিল ৫৫৮,বাতিলকৃত ভোট ১৯, মোট ভোট ৫৭৭ এবং শতকরা ৮২.৭৮% ভোট কাস্টিং হয়।

৫ নম্বর জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা -১০০৬। এরমধ্যে নৌকা প্রতীক পেয়েছেন ২৩ ভোট,আনারস প্রতীক পেয়েছেন ৬৮০ ভোট ও হাতপাখা প্রতীক ভোট সংখ্যা ছিল -০৮।তারমধ্যে বৈধ ভোট ছিল ৭১১,বাতিলকৃত ভোট ২৬, মোট ৭৩৭ ভোট এবং শতকরা ৭৩.২৬% ভোট কাস্টিং হয়।

৬নম্বর সাইচাল আইমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা -৩৪১।এরমধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৬ ভোট,আনারস প্রতীক পেয়েছেন ২৪০ ভোট ও হাতপাখা প্রতীক পেয়েছেন ২ ভোট।এতে বৈধ ভোট ছিল ২৪৮,বাতিলকৃত ভোট ৪,মোট ভোট ২৫২ এবং শতকরা ৭৩.৯০% ভোট কাস্টিং হয়।

৭ নম্বর আন্দারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা -৯৭৪। এরমধ্যে নৌকা প্রতীক পেয়েছেন ১০ ভোট,আনারস প্রতীক পেয়েছেন -৬৬৫ ভোট ও হাতপাখা প্রতীক ভোট সংখ্যা ছিল -১।তারমধ্যে বৈধ ভোট ছিল ৬৭৬,বাতিলকৃত ভোট ১৮, মোট ৬৯৪ ভোট এবং শতকরা ৭১.২৫% ভোট কাস্টিং হয়।

৮নম্বর সি,এম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা -৫৮৮।এরমধ্যে নৌকা প্রতীক পেয়েছেন ১ ভোট, আনারস প্রতীক পেয়েছেন ৪০৯ ভোট ও হাতপাখা প্রতীক পেয়েছেন ০৪ ভোট।এতে বৈধ ভোট ছিল ৪১৪,বাতিলকৃত ভোট ০৭, মোট ভোট ৪২১ এবং শতকরা ৭১.৬০% ভোট কাস্টিং হয়।

৯ নম্বর সাইচাল বিজিব জোন সংলগ্ন (অস্থায়ী)কেন্দ্রে মোট ভোটার সংখ্যা -৬২৮। এরমধ্যে নৌকা প্রতীক পেয়েছেন ০৪ ভোট,আনারস প্রতীক পেয়েছেন ৪৮৩ ভোট ও হাতপাখা প্রতীক ভোট সংখ্যা ছিল -০২।তারমধ্যে বৈধ ভোট ছিল ৪৮৯,বাতিলকৃত ভোট ১২,মোট ৫০১ ভোট এবং শতকরা ৭৯.৭৮% ভোট কাস্টিং হয়।