[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দউন্নয়নের পূর্বশর্ত শান্তি, রাঙ্গামাটির রাজস্থলীতে মতবিনিময় সভায় জেলা প্রশাসকবান্দরবানে জন্মনিবন্ধন-নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় প্রত্যয়নপত্র তৈরীর দোকান সিলগালাখাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম সড়ক দুর্ঘটনায় নিহতবান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দানিলামে বৈধতা পাচ্ছে, আগামীতে জব্দ বালু নিলাম বন্ধ: বান্দরবান জেলা প্রশাসকখাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকান্ডের ঘটনা, দুঃখের বিষয় আসামীকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেনবান্দরবানের থানছিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে বেসরকারিভাবে চার ইউপি চেয়ারম্যানের বিজয়ী ঘোষণা

১৪৩

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় ২য় ধাপের ইউনিয়ন সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার চার ইউনিয়নের ভোট গণনা শেষে বেসরকারিভাবে চার ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ সদস্য বিজয়ীদের নাম ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিস। শুক্রবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় বেসরকারিভাবে চার ইউপির বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন অফিস সূত্র জানায়, চার ইউনিয়নের মধ্যে ১নং সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের পবিত্র চাকমা মোট ভোট পেয়েছে ২হাজার ৯শ ৬৩টি, ইসলামী বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের মোঃ আবুল কালাম মোট ভোট পেয়েছে ১৬৮টি এবং স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের তরুণ জ্যোতি চাকমা ৪ হাজার ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সুবলং ইউনিয়নের ৯ ওয়ার্ডে বৈধ ভোট ছিল ৭২১৪,বাতিলকৃত ভোট ১৬৩, মোট ভোট সংখ্যা ৭৩৭৭ এবং শতকরা ৭৪.৬৭% ভোট কাস্ট হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের বিজয়ীদের মধ্যে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে সজিনা চাকমা প্রাপ্য ভোটের সংখ্যা ছিল ৮৮৩টি,৪,৫ ও ৬ নং ওয়ার্ডে সুস্মিতা চাকমা প্রাপ্য ভোটের সংখ্যা ১হাজার১শ১৪টি,৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেসমি চাকমা বিজয়ী হয়েছেন।

সাধারণ আসনের ১নম্বর ওয়ার্ডের বিজয়ীদের মধ্যে পুরুষ প্রার্থী নন্দিত চাকমা প্রাপ্য ভোটের সংখ্যা ৪৩৪টি,২ নম্বর ওয়ার্ডের চাকমা প্রাপ্য ভোটের সংখ্যা ৩৭১টি, ৩ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুশীল কান্তি চাকমা চাকমা,৪ নম্বর ওয়ার্ডে বিমল কান্তি চাকমা প্রাপ্য ভোটের সংখ্যা ৫১৬টি,৫নম্বর ওয়ার্ডে কাঞ্চন চাকমা প্রাপ্য ভোটের সংখ্যা ৪০১টি,৬নম্বর ওয়ার্ডে কালা মনি চাকমা প্রাপ্য ৩৮৩টি,৭নম্বর ওয়ার্ডে রিতেষ চাকমা প্রাপ্য ভোটের সংখ্যা ৪৩১টি,৮ নম্বর ওয়ার্ডে বিকাশ চাকমা প্রাপ্য ভোটের সংখ্যা ২৩১ এবং ৯ নম্বর ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর ৬১১ ভোটে বিজয়ী হয়েছেন।

২নং বরকল ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের নন্দ বিকাশ চাকমার ভোটের প্রাপ্য সংখ্যা ছিল ১হাজার ৬শ ৯৭ প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রভাত কুমার চাকমা ২হাজার ১শ ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বরকল ইউনিয়নে ৯ ওয়ার্ডে বৈধ ভোট ছিল ৩৮১১,বাতিলকৃত ভোট ৮৭,মোট ভোট সংখ্যা ৩৮৯৭ এবং শতকরা ৭৭.৫৭% ভোট কাস্টিং হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের বিজয়ীদের মধ্যে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী বাসনা চাকমা প্রাপ্য ভোটের সংখ্যা ৭০২টি,৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ঝর্ণা চাকমা ৪৪১ প্রাপ্য ভোটে বিজয়ী এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সুরভী আক্তার ৪৪২ প্রাপ্য ভোটে বিজয়ী হয়েছেন।

সাধারণ আসনের বিজয়ী পুরুষ প্রার্থী ১ নম্বর ওয়ার্ডে মোঃ আবু বক্কর ২২৯ ভোটে বিজয়ী,২নম্বর ওয়ার্ডে বরুন চাকমা ১৩৫ ভোটে বিজয়ী, ২ নম্বর ওয়ার্ডের বিরো চাকমা প্রাপ্য ভোটের সংখ্যা ৩৭১টি, ৩ নম্বর ওয়ার্ডে শান্তি প্রিয় চাকমা ২৫৬ ভোটে বিজয়ী,৪ নম্বর ওয়ার্ডে প্রিয় কান্তি চাকমা ১১৯ ভোটে বিজয়ী,৫ নম্বর ওয়ার্ডে বিপুল কান্তি চাকমা ১৪৭ ভোটে বিজয়ী, ৬ নম্বর ওয়ার্ডে প্রহর চান চাকমা ১৩০ ভোটে বিজয়ী,৭ নম্বর ওয়ার্ডে দীপ্তি ময় চাকমা ১৪৭ ভোটে বিজয়ী, ৮ নম্বর ওয়ার্ডে পুষ্প বিকাশ চাকমা প্রাপ্য ভোটের সংখ্যা ২৩১, নতুন কুমার চাকমা ২২৩ ভোটে বিজয়ী ও ৯ নং ওয়ার্ডে সিবলী কুমার চাকমা ১৯৬ ভোটে বিজয়ী হয়েছেন।

৩নং আইমাছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মোঃ নাছির উদ্দীন মহারাজের প্রাপ্য ভোটের সংখ্যা ছিল ৭৯৮,ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাতপাখা প্রতীকের মোঃ ইউসুফ আলীর প্রাপ্য ভোটের সংখ্যা ৯৪ ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক সুবিমল চাকমা ৩ হাজার ৩শ ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আইমাছড়া ইউনিয়নে ৯ ওয়ার্ডে বৈধ ভোট ছিল ৪২৮০,বাতিলকৃত ভোট ৯৬,মোট ভোট সংখ্যা ৪৩৭৬ এবং শতকরা ৭৭.১৮% ভোট কাস্টিং হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের বিজয়ীদের মধ্যে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী জুলেখা বেগম ৪৫২ ভোটে বিজয়ী,৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের শুভ মালা চাকমা ৬৪৬ ভোটে বিজয়ী এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে রশ্মি চাকমা ৮২৯ প্রাপ্য ভোটে বিজয়ী হয়েছেন।

সাধারণ আসনের বিজয়ী পুরুষ প্রার্থী ১ নম্বর ওয়ার্ডে মোঃ আবু সালেহ ২১১ ভোটে বিজয়ী,২নম্বর ওয়ার্ডে মোঃ মিজানুর রহমান ২৫৮ ভোটে বিজয়ী,৩ নম্বর ওয়ার্ডে বিমল সেন চাকমা ১৬৩ ভোটে বিজয়ী,৪ নম্বর ওয়ার্ডে কালা ঠেঙা চাকমা ২০১ ভোটে বিজয়ী,৫ নম্বর ওয়ার্ডে জীবন মোহন দেওয়ান ৩৯৪ ভোটে বিজয়ী, ৬ নম্বর ওয়ার্ডে করুণা লাল চাকমা ১৭৮ ভোটে বিজয়ী,৭ নম্বর ওয়ার্ডে সুশীল জীবন দেওয়ান ২৭৩ ভোটে বিজয়ী, ৮ নম্বর ওয়ার্ডে রসিক কুমার চাকমা ১৪৪ ভোটে বিজয়ী ও ৯ নং ওয়ার্ডে সুনীতি বিকাশ চাকমা ১৮৭ ভোটে বিজয়ী হয়েছেন।

বড় হরিণা ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী বিনয় কৃষ্ণ চাকমা প্রাপ্য ভোটের সংখ্যা ছিল ৩৭৯,ধনলাল চাকমা প্রাপ্য ভোটের সংখ্যা ছিল ২১২,সঞ্চয় মনি চাকমা প্রাপ্য ভোটের সংখ্যা ৫১ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিলাময় চাকমা ২ হাজার ১শ ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বড় হরিণা ইউনিয়নে ৯ ওয়ার্ডে বৈধ ভোট ছিল ২৮১৭,বাতিলকৃত ভোট ৫৭, মোট ভোট সংখ্যা ২৮৭৪ এবং শতকরা ৭৩.৬০% ভোট কাস্টিং হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের বিজয়ীদের মধ্যে ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী শিমু চাকমা ৩৫৮ ভোটে বিজয়ী এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নিয়তি চাকমা ৫৬৩ প্রাপ্য ভোটে বিজয়ী হয়েছেন।

সাধারণ আসনের বিজয়ী পুরুষ প্রার্থী ১ নম্বর ওয়ার্ডে রিমেন চাকমা ৫৮ ভোটে বিজয়ী,২নম্বর ওয়ার্ডে নতুন কুমার চাকমা ২০৩ ভোটে বিজয়ী,৩ নম্বর ওয়ার্ডে নিহার বিন্দু চাকম ২৭১ ভোটে বিজয়ী,৪ নম্বর ওয়ার্ডে শুভ রাজ চাকমা ১৯০ ভোটে বিজয়ী,৫ নম্বর ওয়ার্ডে সত্য বাজি চাকমা ১৪৮ ভোটে বিজয়ী, ৬ নম্বর ওয়ার্ডে বিমল চাকমা ১২১ ভোটে বিজয়ী,৭ নম্বর ওয়ার্ডে মহেন্দ্র কুমার চাকমা ২২৯ ভোটে বিজয়ী, ৮ নম্বর ওয়ার্ডে হেমন্ত ময় চাকমা ১৫৫ ভোটে বিজয়ী ও ৯ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাল মোয়াকা পাংখোয়া বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দিন জানান, বরকলের ইউনিয়ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষতার মধ্যে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী ভোট গ্রহণের পর নির্বাচন কেন্দ্রে ভোট গণনা কাজ সম্পন্ন করা হয়। এরপর সকল ভোট কেন্দ্রের রেজাল্ট সীট নির্বাচন অফিসে নিয়ে আসা হলে যাচাই-বাছাই করে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বলে তিনি গণমাধ্যমকে জানান।