[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

লামার ৭ ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত

৩৭

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে একে একে ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রের ফলাফল উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুমে আসতে থাকে। উপজেলা নির্বাচন অফিসার জানিয়েছেন, অনেক গুলো কেন্দ্র দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় ফলাফল আসতে দেরী (রাত ১১টা) হয়েছে।

ইউপি নির্বাচনে বিজয়ীরা হলেন, ১নং গজালিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী বাথোয়াইচিং মার্মা (৪৭৪৬ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ বাবুল হোসেন (৮৪৭ ভোট), ২নং লামা সদর ইউনিয়ন নৌকা প্রতীকের প্রার্থী মিন্টু কুমার সেন (২৬৮১ ভোট), তার নিকটতম প্রার্থী মোটর সাইকেল প্রতীকের আক্তার কামাল (১৬৪৫ ভোট), ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোহাঃ নুরুল হোসাইন (৬০৪২ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাকের হোসেন মজুমদার (৫৮৯৪ ভোট), ৪নং আজিজনগর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জসিম উদ্দিন (৩৭১১ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রশিদ আহাম্মদ (১৫৬২ ভোট), ৫নং সরই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিছ (৪৪৬১ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু হানিফ (২০৭ ভোট), ৬নং রূপসীপাড়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ছাচিং প্রু মার্মা (৩৪৫৩ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (২২৮৫ ভোট) এবং ৭নং ফাইতং ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ওমর ফারুক (৩৩২৫ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলির (২২১৫ ভোট)।

লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসাইন রহমান জানান, দ্বিতীয় ধাপের নির্বাচনে লামা উপজেলার ৭টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচনের কোন বিষয়ে কারো অভিযোগ থাকলে তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে অভিযোগ করতে পরামর্শ দেন।