বান্দরবানে সাত সংগঠনকে চেক বিতরণ
॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥
জাতীয় সমাজকল্যাণ মন্ত্রণালয় কতৃক ২০২০-২১ অর্থ বছরে বান্দরবানে ৭টি সংগঠনকে এককালীন আর্থিক অনুদানে চেক বিতরন করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকালে সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ে বান্দরবান জেলা পরিষদ ও সমাজ সেবা অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরে আহবায়ক ও জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা মারমা।
এসময় বান্দরবান সমাজ সেবা অধিদপ্তর উপপরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক উবশী দেওয়ানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্তিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যেক বছরই মতন এই বছরেও জাতীয় সমাজকল্যান মন্ত্রণালয়ের হতে বান্দরবানে ৭ টি সংগঠনের মাঝে ২ লক্ষ ৯৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে প্রতিবছর বিভিন্ন সংগঠনকে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। ভবিষ্যতে যাতে কোন জনগোষ্ঠি পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার । আগামীতে ও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।